লোহাগড়ায় তিলক্ষেত থেকে নারীর লাশ উদ্ধার

news paper

পিকুল আলম, লোহাগড়া

প্রকাশিত: ২৩-৬-২০২৫ দুপুর ৩:৪০

106Views

নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের কোলা-বয়রা সীমান্ত এলাকার একটি তিলক্ষেত থেকে অজ্ঞাত এক নারীর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৩ জুন) দুপুরে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে তিল তুলতে গিয়ে ক্ষেতের ভেতর থেকে প্রচণ্ড দুর্গন্ধ পান কয়েকজন কৃষক। পরে তারা তিলক্ষেতের ভেতরে খোঁজ করতে গিয়ে গলিত অবস্থায় একটি নারীর মরদেহ দেখতে পান। খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহটি একজন নারীর এবং অনেক আগেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পচন ধরা থাকায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, ময়নাতদন্ত ও ডিএনএ পরীক্ষার মাধ্যমে মরদেহের পরিচয় ও মৃত্যুর কারণ জানার চেষ্টা চলছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

হঠাৎ তিলক্ষেতে নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা সুষ্ঠু তদন্ত ও দ্রুত পরিচয় শনাক্তের দাবি জানিয়েছেন।


আরও পড়ুন