গোপালগঞ্জে ডিসি পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন: নাগরিক বিনোদনে নতুন দিগন্ত

news paper

গোলাম রব্বানী , গোপালগঞ্জ

প্রকাশিত: ১-৬-২০২৫ দুপুর ৪:৪৫

306Views

গোপালগঞ্জ শহরে নির্মিতব্য আধুনিক ডিসি পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। রোববার (১ জুন) সকালে শহরের যুগশিখা স্কুলসংলগ্ন মহাসড়কের পাশে পার্কটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জেলা প্রশাসক মুহাম্মদ কামরুজ্জামান।

ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে জেলা প্রশাসক বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন এবং একটি বকুল গাছের চারা রোপণ করেন।

জেলা প্রশাসক বলেন, “গোপালগঞ্জ পৌরসভা, এলজিইডি, সওজ, পানি উন্নয়ন বোর্ড ও জেলা পরিষদের সমন্বয়ে এই আধুনিক পার্কটি নির্মাণ করা হবে। এখানে থাকবে জিআই পণ্য রসগোল্লা ও ব্রাঞ্চের আদলে নির্মিত ফোয়ারা, কাঠের নান্দনিক সেতু, শিশুদের খেলাধুলার উপকরণ, ওয়াকওয়ে এবং বাহারি ফুলের বাগান।”

তিনি আরও বলেন, “শহরের কর্মব্যস্ত মানুষজন পরিবার নিয়ে যেন কিছুটা স্বস্তি ও আনন্দ পেতে পারেন, সেই লক্ষ্যেই এই উদ্যোগ।”

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— স্থানীয় সরকার শাখার উপপরিচালক ও পৌর প্রশাসক বিশ্বজিৎ কুমার পাল, পৌরসভার সচিব রকিবুল ইসলাম,নির্বাহী প্রকৌশলী মোঃ মেহেদী হাসান (এলজিইডি),সওজ নির্বাহী প্রকৌশলী মোঃ আযহারুল হক,অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সরোয়ার হাসান,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস.এম তারেক সুলতান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম রাকিবুল হাসান এবং সহকারী কমিশনার (ভূমি) বাবলী শবনম প্রমুখ।
শহরের নাগরিকদের বিনোদনের জন্য গোপালগঞ্জ ডিসি পার্ক হতে যাচ্ছে একটি নতুন সংযোজন।


আরও পড়ুন