সিংড়ায় প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ’ শীর্ষক সেমিনার
প্রকাশিত: ২৮-৫-২০২৫ দুপুর ৩:১৭
নাটোরের সিংড়ায় ‘বাংলাদেশ প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের (২য় ফেইজ) অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা পরিষদের কার্যালয়ের সভাকক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সিংড়া উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাজহারুল ইসলাম।
জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে সেমিনারে প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু দাউদ। এতে মুখ্য আলোচক হিসেবে জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোস্তাফিজুর রহমানের বক্তব্য দেন।
সেমিনারে জানানো হয়, নাটোর জেলার সিংড়া উপজেলার ১ হাজার ২০২ জন প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ রয়েছেন। এই জনগোষ্ঠীর কামার, শতরঞ্জি, লোকজ শিল্পী, কুমার, নাপিত, বাঁশ ও বেত পণ্য প্রস্তুতকারী, কাঁসা পিতল পণ্য প্রস্তুতকারী, জুতা মেরামতকারী, লোকজ যন্ত্র, নকশী কাঁথা শিল্পী ও শীতল পাটি প্রস্তুত করে জীবনযাপন করে থাকেন।
এসময় নওগাঁ সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা এনামুল হক, কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ, প্রাণীসম্পদ কর্মকর্তা তাশরিফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার আমিনুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা সুমি খাতুন প্রমূখ।