ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজে মূল্যায়ন পরীক্ষার ফলাফল ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

news paper

এইচ এম মাহমুদ হাসান

প্রকাশিত: ২৫-৫-২০২৫ বিকাল ৬:২

400Views

উত্তরার ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজে আজ অনুষ্ঠিত হলো মূল্যায়ন পরীক্ষার ফলাফল প্রকাশ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৫।

 সকালে কলেজের অডিটোরিয়ামে আয়োজিত এ বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্নেল আব্দুল হক (অবঃ), পিএসসি, মাননীয় চেয়ারম্যান, RAOWA।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মোঃ মাহবুবুর রহমান, সিনিয়র ডাইরেক্টর ও রেঞ্জ কমান্ডার, আনসার ও ভিডিপি, কুমিল্লা রেঞ্জ।বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কমান্ডার সিদ্দিকুর রহমান (অবঃ), বাংলাদেশ নৌবাহিনী এবং মোঃ হাফিজুর রহমান, অফিসার ইনচার্জ, উত্তরা পশ্চিম থানা, ডিএমপি।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর মোহা: জাহিদুর রহমান, ভাইস প্রিন্সিপাল, ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি ক্রীড়াচর্চার প্রতি গুরুত্বারোপ করেন এবং আগামী প্রজন্মকে নৈতিকতা, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণে গুণান্বিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান।

এ সময় শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও পাঠ্য কার্যক্রমে বিশেষ কৃতিত্বের জন্য পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আরও পড়ুন