টুঙ্গিপাড়া সড়কের পাশে গাছ কেটে রাতের আঁধারে বিক্রি
প্রকাশিত: ২০-৫-২০২৫ দুপুর ১২:৫০
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার মুন্সির চর সড়কের পাশে পানি উন্নয়ন বোর্ডের মালিকানাধীন একাধিক মেহগনি গাছ রাতের আঁধারে কেটে চুরি করে বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৬ই মে রাত ২ টার সময় ৬ জন চোর চক্রের সদস্যরা স্থানীয় প্রভাবশালীদের ছত্র ছায়ায় এই গাছ কেটে বিক্রি করে। পাশের ইটের ভাটার পাহারাদার বাধা দিতে গেলে তাকে দেশীয় অস্ত্র দিয়ে ভয় দেখায়।এই চুরির সঙ্গে উপজেলার গিমাডাঙ্গা গ্রামের ইউনুস ফরাজির ছেলে সুলাইমান ফরাজী, তার গাড়ির চালক মিন্টু মোল্লার ছেলে তূর্য মোল্লা, মৃত সৈয়দ আলীর ছেলে তরিকুল, এবং শ্রীরামকান্দি গ্রামের মিরাজ শেখ ও ইমদাদ জড়িত।
তরিকুল জানান, তাকে রাত ২টার সময় গাছ কাটার জন্য ডেকে নিয়ে যাওয়া হয়। পরে ওই গাছগুলো গহরডাঙ্গা চৌরঙ্গীর এক কাঠ ব্যবসায়ীর কাছে ১৮ হাজার টাকায় বিক্রি করা হয়।
এ বিষয়ে স্থানীয় মাদবররা ১৯ মে ২০২৫ তারিখ সকালে বসে চোরদের সাথের রফাদফা করে ছেড়ে দেয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মইনুল হক বলেন, "আমরা দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করব।" পানি উন্নয়ন বোর্ডের এসডিও জানান, "তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"
স্থানীয়দের অভিযোগ, সরকারি সম্পদ রক্ষায় যথাযথ নজরদারির অভাবে এ ধরনের চুরির ঘটনা ঘটছে। তারা দ্রুত দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।