গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে ঘণ্টা ব্যাপী সড়ক অবরোধ

news paper

আরিফ খান আবির

প্রকাশিত: ১৭-৫-২০২৫ দুপুর ১:১৮

8Views

গাজীপুরের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় এক মাসের বকেয়া বেতনের দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। আজ শনিবার সকাল ৯টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তাঁরা। এতে মহাসড়কটি ব্যবহারকারী যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়।

শিল্প পুলিশ জানায়, টঙ্গীর হোসেন মার্কেট এলাকার লেদু মোল্লা রোডে অবস্থিত বিএইচআইএস অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতি শুরু করেন। পরে সকাল সাড়ে ৯টার দিকে তাঁরা কারখানার সামনের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবরোধ শুরু করেন। এতে দুই পাশে যান চলাচল ব্যাহত হয় এবং অফিসগামী যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম বলেন, শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে সকাল সোয়া ১০টা থেকে যান চলাচল স্বাভাবিক হয়। প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। বেতন ভাতার বিষয়ে পুলিশ কারখানা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছে। 


আরও পড়ুন