দেবোত্তর কলেজ কমিটি গঠন নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ

news paper

এম মাহফুজ আলম, পাবনা

প্রকাশিত: ১৬-৫-২০২৫ দুপুর ১২:২৪

20Views

পাবনার আটঘরিয়া উপজেলার দেবোত্তর ডিগ্রী কলেজ কমিটি গঠন নিয়ে বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দফায় দফায় বিএনপি-জামায়াতের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এই ঘটনায় উভয় পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হয়, অগ্নিসংযোগ করা হয়েছে উপজেলা জামায়াত অফিস ভাংচুর হয়েছে বিএনপির নেতার ব্যক্তিগত অফিস ও ২৩টি মোটরসাইকেল। 
জামায়াতের শ্রমিক সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা কমিটির সহ-সভাপতি ও উপজেলা জামায়াতের সাবেক আমীর আমিরুল ইসলাম বলেন, বিএনপির দাবি অনুযায়ী কলেজ কর্তৃপক্ষ মনোনয়নপত্র জামায়াত প্রার্থীকে দেয়নি। পরে বিএনপির লোকজন কলেজের ভেতরে ছাত্রদের অভিভাবক ও জামায়াতের নেতাদের মারধর করে। অভিভাবকরা প্রতিবাদে স্মারকলিপি জমা দিতে ইউএনওর কাছে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।
তিনি বলেন, “এরপর, নামাজের আযান দেয়া হলে, তারা আসরের নামাজের জন্য মসজিদে যান। বিএনপির  লোকজন মসজিদে গুলি ও হাতবোমা নিক্ষেপ করলে, নামাজের পর বিক্ষোভ মিছিল বের করে। এদিকে বিএনপির  লোকজন আবারও হামলা চালায়।”
তিনি বলেন, মসজিদের উপর হামলায় নামাজে অংশগ্রহণকারী বিক্ষুব্ধ লোকজন বিএনপির সদস্য সচিব আলমের অফিস ভাঙচুর করেছে।
অপরদিকে উপজেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন আলম বলেন, "বিএনপিকে ধ্বংস করার জন্য জামায়াতের লোকজন পূর্বপরিকল্পিতভাবে আমাদের উপর হামলা চালিয়েছে। আমাদের প্রায় ১৫ জন আহত হয়েছে। তারা আমার বিএনপি অফিস ভাঙচুর করেছে। আমরা এর সুষ্ঠু বিচার দাবি করছি।" 
আটঘারিয়া থানার ওসি শফিকুজ্জামান সরকার জানান, আটঘরিয়া উপজেলার দেবোত্তর ডিগ্রী কলেজ কমিটি গঠন নিয়ে বিএনপি ও জামায়াতের মধ্যে সংঘর্ষেও ঘটনা ঘটেছে। এ সময় বিক্ষুব্ধ বিএনপি নেতাকর্মীরা উপজেলা জামায়াত অফিসে আগুন ধরিয়ে দেয় এবং জামায়াত সমর্থকরা বিএনপির এক নেতার ব্যক্তিগত অফিস ভাংচুর করে। হামলা পাল্টা হামলার সময় ২৩টি মোটরসাইকেল ভাংচুর করা হয়। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে বলে ওসি জানান।
এলাকায় আজো (শুক্রবার) থমথমে অবস্থা বিরাজ করছে। মসজিদে নামাজরত অবস্থায় বিএনপির ন্যাক্কারজনক গুলি ও বোমা হামলার প্রতিবাদে আজ (শুক্রবার) জুম্মাাবাদ মুসল্লিীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। যাতে অনাকাঙ্খিত ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেজন্য পুলিশ মোতায়েন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।   


আরও পড়ুন