সাবেক সচিবের গাড়ি থেকে ৮০ বোতল মদ উদ্ধার, আটক ২

news paper

আরিফুর রহমান

প্রকাশিত: ১৫-৫-২০২৫ দুপুর ২:৫

17Views

৮০ বোতল দেশী বিদেশী মদসহ দুইজনকে গ্রেফতার করেছে খুলনা জেলা মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর। এ ঘটনায় উপ পরিদর্শক জাহানারা খাতুন বাদী হয়ে খুলনার রুপসা থানায় আটককৃতদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন।

বুধবার(১৪ মে) রাত আনুমানিক সাড়ে ৮টায় খুলনার খানজাহান আলী রূপসা সেতুর পূর্বপাড়ের টোল প্লাজা  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুলনার ‘খ’ সার্কেলের একটি টিম প্রাইভেটকারসহ এ মদ উদ্ধার করে। আটককৃতরা হলো মো. আব্দুর রহিম শরীফ(৫৩) এবং গাড়িচালক মো. ওহাব শিকদার(৬০)।

মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর সূত্রে জানা যায়, আটককৃত প্রাইভেটকারের সামনে লেখা ছিল ‘জনপ্রশাসন মন্ত্রণালয়’। প্রাইভেটকারটিতে অভিযান চালিয়ে ৮০ বোতল মদ পাওয়া গেছে। যার মধ্যে ৩৪ বোতল বিদেশি এবং ৪৬ বোতল দেশি মদ। বিদেশি মদ কাঁচের বোতলে থাকলেও দেশীয় কেরু অ্যান্ড কোম্পানির মদগুলো ছিল প্লাস্টিকের বোতলে।

অন্য একটি সূত্রে জানা যায়, গাড়ি চালক মো. ওহাব শিকদার অবসরপ্রাপ্ত একজন সচিবের গাড়ির ড্রাইভার।  সচিবের নাম রাশেদ খান।  সচিব রাশেদ খানের বাড়ি মানিকগঞ্জ এবং সেখানে রাশেদ খানের নামে একটি কলেজও রয়েছে। তবে গাড়িটি রাশেদ খানের স্ত্রী রাবেয়া খাতুনের নামে। রাবেয়া খাতুন একজন স্কুল শিক্ষক বলে প্রাথমিক ভাবে জানা যায়।

ডিএনসি খুলনা জেলার খ সার্কেলের উপ পরিদর্শক জাহানারা খাতুন বলেন, খুলনার রুপসা থানায় আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুলনার উপ-পরিচালক মো. মিজানুর রহমান জানান, আটককৃতরা ঢাকা থেকে দেশি-বিদেশি মোট ৮০ পিস মদের ইনটেক্ট বোতল নিয়ে খুলনায় আসছিল। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‘খ’ সার্কেলের একটি টিম রূপসা সেতুর টোল প্লাজা থেকে তাদের আটক করে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তিনি আরো বলেন, গাড়িটি সচিবের কিনা তা তদন্ত করে দেখতে হবে। এখনই কিছু বলা যাচ্ছে না।


আরও পড়ুন