চট্টগ্রাম কারাগার থেকে জেল পলাতক আসামিম গ্রেপ্তার, পরবর্তী আদালতে উপস্থাপন না করে কারা কতৃপক্ষের কাছে হস্তান্তর
প্রকাশিত: ১২-৫-২০২৫ বিকাল ৫:৪৯
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যাওয়া কয়েদি কে আইনের বিধান অনুযায়ী আদালতে উপস্থাপন করার করার কথা থাকলেও আদালত সোপর্দ না করে সরাসরি কারাগারে হস্তান্তর করে থানা পুলিশ। এ ঘটনা ধামাচাপা দিতে মরিয়া কারা কতৃপক্ষ।
কারা সূত্র জানা যায় গত ১ মে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আটক হাজতি আসামি নং ৮৮৯১/২৫ মোঃ এমরান (৩২),পিতা-মৃত আব্দুস ছামাদ, সাং-সেকেন্দার চেয়ারম্যান ঘাট,রমজান আলীর বাপেরবড়ি, থানা-বাকলিয়া,জেলা -চট্রগ্রাম কারাগার অন্য আসামি বের হওয়ার সময় তাদের সাথে পালিয়ে যায়।
১ দিন পর বাকলিয়া থানা পুলিশের সহযোগিতায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামিকে আটক করে, আটককৃত জেল পলাতক আসামিকে আদালতে উপস্থাপন না করে বিষয়টি ধামাচাপা দিতে মরিয়া হয়ে কারাকতৃপক্ষ। পরে জেলার মোহাম্মদ মাসুদ হাসানের মধ্যস্হাতায় বাকলিয়া থানা-পুলিশের সাথে দফা রফা করে জেল পলাতক আসামি কে আদালত চালান না দিয়ে বিধিবহির্ভূত ভাবে সরাসরি জেলার এর নিকট হস্তান্তর করে।
এ বিষয়টি জানাজানি হলে কারাকতৃপক্ষ ঘটনার ১০ দিন পরে ১০ মে তদন্তে ৩ সদস্যের কমিটি করে দেওয়া হয়। চট্টগ্রাম বলে বিভাগের কারা উপ- মহাপরিদর্শক টিপু সুলতান স্বাক্ষরিত ৩ সদস্যের তদন্ত কমিটিতে রয়েছে কক্সবাজারের জেল সুপার জাবেদ মেহেদী, বান্দরবানের জেলার নাশির আহমেদ, বান্ম্রনবাড়িয়ার ডেপুটি জেলার মোহাম্মদ বিল্লাল হোসেন। এ বিষয়ে জানতে চেয়ে চট্টগ্রাম জেলার মোহাম্মদ মাসুদ হাসানের মুঠো ফোন কয়েক বার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেন নি।