সাতক্ষীরায় বিএনপির পদত্যাগ করা নেতা সার্চ কমিটির সদস্য

news paper

এস কে কামরুল হাসান, সাতক্ষীরা

প্রকাশিত: ১২-৫-২০২৫ দুপুর ৩:৪২

127Views

সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটিতে পদত্যাগ করা বি এন পি নেতাদের সার্চ কমিটিতে অন্তভূক্ত  করায় জনমনে ক্ষোভ বিরাজ করছে।এঘটনার প্রতিকার চেয়ে কেন্দ্রীয়  কমিটির সুদৃৃষ্টি কামনা করেছে স্থানীয় বিএনপি নেতারা।তবে এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজী হয়নি  অভিযুক্ত ওই বিএনপি নেতারা। নাম না জানানোর শর্তে ইসলামকাটি ইউনিয়নের একাধিক বিএনপি নেতারা জানান, স্বৈরাচার শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন সময়ে ২০১৯সালে ইসলামকাটি ইউনিয়ন যুবদল সভপতি শেখ আনিচ্ছুজ্জামান ও স্থানীয় ওয়ার্ড বিএনপি সভাপতি প্রকাশ চন্দ্রগুহ স্বেচ্ছায় দল থেকে পদত্যাগ করেন।যা তৎকালীন সময়ে সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক সাতনদী পত্রিকায় ২০১৯সালের ২৬জানুয়ারী শনিবার এক প্রেসবিজ্ঞপ্তিতে প্রকাশিত হয়। গেল ৫আগষ্ট গন অভ্যুথানে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে গেলে সক্রিয় হয়ে ওঠে বিএনপির ওই দুই সাবেক নেতা। নিজেদের ক্ষমতা জাহির করতে তাদের দেখা যায় বিএনপির একাধিক মিটিং মিছিলে। সম্প্রতি সময়ে জেলা বিএনপি একটি সার্চ কমিটি গঠন করলে ইসলামকাটি ইউনিয়নের বিএনপির সার্চ কমিটিতে ওই দুই নেতার নাম আসায় হতাশ হয়ে পড়ে দলের ত্যাগী কর্মীরা। যা  বর্তমানে  এলাকায় সমালোচনার ঝড় সৃষ্টি তোলে।
তারা আরা জানান, আনিছুজ্জামান ও প্রকাশ গুহ তৎকালীন সময়ে আওয়ালীগের লোকজনের সাথে ছিল গভীর সখ্যতা। তাদের কারনে দলের অনেক লোক ক্ষতিগ্রস্ত হয়েছে।এমন অবস্তায় ওই সুবিধাবাদী দুই সাবেক নেতাকে সার্চকমিটি থেকে বহিষ্কারের দাবী জানিয়েছে স্থানী বিএনপি নেতাকর্মীরা।
 
বিষয়টি নিয়ে আনিচ্ছুজামানও প্রকাশ চন্দ্রগুহের কাছে জানতে চাইলে তারা কোন মন্তব্য করতে রাজী হননি।

আরও পড়ুন