লোকসংগীতের কিংবদন্তি মুস্তাফা জামান আব্বাসীর পরলোকগমন: গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির শোকবার্তা

news paper

গোলাম রব্বানী , গোপালগঞ্জ

প্রকাশিত: ১১-৫-২০২৫ বিকাল ৫:১৭

12Views

বাংলাদেশের লোকসংগীতের অগ্রদূত, একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট সংগীতশিল্পী, গবেষক ও লেখক মুস্তাফা জামান আব্বাসী আজ ১০ মে ২০২৫, শনিবার সকালে বনানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি ছিলেন 'সুরের পাখি' খ্যাত কিংবদন্তি শিল্পী আব্বাসউদ্দিন আহমদের কনিষ্ঠ পুত্র। বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক হিসেবে তিনি দেশের সাংস্কৃতিক অঙ্গনে অসামান্য অবদান রেখেছেন। লোকসংগীতের প্রচার ও প্রসারে তাঁর অবদান চিরস্মরণীয়।

গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি পরিবার তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে এবং তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছে। একইসাথে শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করা হচ্ছে।

শোকবার্তা প্রেরণ করেছেন:ফারহান কবীর সিফাত  জেলা কালচারাল অফিসার  গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি

উল্লেখ্য,মুস্তাফা জামান আব্বাসী ছিলেন একজন বহুমাত্রিক প্রতিভার অধিকারী। তিনি সংগীতশিল্পী, গবেষক, লেখক ও সাংস্কৃতিক সংগঠক হিসেবে সমানভাবে খ্যাতি অর্জন করেছিলেন। তাঁর রচিত গ্রন্থসমূহ এবং সংগীতচর্চা বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে সমৃদ্ধ করেছে।

তাঁর মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি হয়েছে।


আরও পড়ুন