সিংড়ায় বোরো ধানের সমলয় চাষাবাদ ব্লক প্রদর্শনী

news paper

এস এম লিটন আহমেদ সিংড়া, নাটোর

প্রকাশিত: ৬-৫-২০২৫ বিকাল ৫:২৭

26Views

নাটোরের সিংড়ায় বোরো ধানের ফলন বাড়ানোর জন্য সমলয় পদ্ধতিতে চাষাবাদ করছেন কৃষকরা। আধুনিক প্রযুক্তির প্রসারে ট্রেতে চারা উৎপাদনের ফলে ধানের উৎপাদন খরচ কম হয়।
এদিকে শ্রমিকসংকট নিরসন ও সময় সাশ্রয় হওয়ায় এ পদ্ধতিতে চাষাবাদে আগ্রহ বাড়ছে কৃষকদের। শুধু তাই নয়, এ পদ্ধতিতে বিঘাতে প্রায় ৩৩ মন ধান উৎপাদন হয়। উপজেলা কৃষি অধিদপ্তরের সার্বিক তত্ত্বাবধায়নে এ বছর ১৫০ বিঘা জমিতে সমলয় চাষাবাদ হয়েছে। 
মঙ্গলবার (৬ মে) সকাল সাড়ে ১১টায় সিংড়া পৌরসভার বালুভরা এলাকায় বোরো ধানের সমলয় চাষাবাদ ব্লক প্রদর্শনীর ধান কর্তনের উদ্বোধন করেন সিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাজহারুল ইসলাম। 
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ খন্দকার ফরিদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহাদাত হোসেন, জেলা কৃষি প্রকৌশলী মাহবুব হোসেন, সিংড়া মডেল প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মাদ রবিন খান, সদস্য সারোয়ার হোসেন প্রমূখ। 
উপজেলা কৃষি অফিসের তথ্যমতে, এ উপজেলায় ৫০ একর জমিতে সমলয় পদ্ধতিতে চাষাবাদ করা হয়েছে। এতে শ্রমিক, সার, বীজ সাশ্রয় হয়েছে। এমনকি ফলনও বেশি হয়েছে।
সিংড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ খন্দকার ফরিদ বলেন, জনসংখ্যার খাদ্যচাহিদা মেটানোর জন্য ধানের আবাদ ও উৎপাদন বাড়ানো প্রয়োজন। সমলয়ে চাষাবাদের মাধ্যমে আধুনিক প্রযুক্তির প্রসারসহ ধানের উৎপাদন খরচ কমানো ও সময় সাশ্রয় হবে। এ পদ্ধতিতে শতকে ১ মণ ধান উৎপাদন সম্ভব একটা কম্বাইন্ড হারভেস্টার মেশিন প্রতি ঘন্টায় ১ একর জমির ধান কর্তন করতে পারে অল্প খরচে।


আরও পড়ুন