রায়গঞ্জে ধান কাটা-মাড়াই শেষে গোলায় ভরতে ব্যস্ত কৃষক কৃষাণী
প্রকাশিত: ৬-৫-২০২৫ বিকাল ৫:১০
সিরাজগঞ্জের রায়গঞ্জে চলতি বোরো মৌসুমে ধানের ফলন পাওয়ায় খুশি কৃষকেরা।
উপজেলার ৯টি ইউনিয়নে চলছে ধান কাটা-মাড়াইয়ের কাজ। কিন্তু কৃষকদের দুশ্চিন্তা- কালবৈশাখি ঝড় নিয়ে। তাদের একটাই চিন্তা- মাঠ থেকে ভালোভাবে ধান বাড়িতে নিতে পারবে কি না?
এবার আবহাওয়া অনুকূলে থাকায় ধানের বাম্পার ফলন হয়েছে। সেই সঙ্গে প্রথমে বাজারে দাম ভালো ছিল। বর্তমানে দাম একটু কম পাওয়া যাচ্ছে।
মঙ্গলবার (৬ মে) উপজেলার চান্দাইকোনা হাটে ধান কেনাবেচা করতে আসা কৃষক ও মহাজনেরা এ তথ্য জানান।
হাটে আসা পশ্চিম লক্ষীকোলা গ্রামের কৃষক আবু সুফিয়ান তালুকদার বলেন, এবার বোরো ধানের ফলন যেমন ভালো হয়েছে, তেমনি দামও অনেক বছর পরে ভালো। শেষ পর্যন্ত এ অবস্থা বজায় থাকলে কৃষক ধান আবাদ করে লাভবান হবেন।
চান্দাইকোনা এলাকার ধান ব্যবসায়ী শরিফুল ইসলাম বলেন, এবার ধানের চাহিদা বেশি। তাই দামও বেশি। বিভিন্ন হাটে ধান পাঠানোর কথা জানিয়ে তিনি আরো বলেন, দেশের বিভিন্ন এলাকা থেকে মহাজনেরা এখানে ধান কিনতে আসছেন বলে দাম ভালোই আছে।
রায়গঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুর রউফ বলেন, এবারে উপজেলায় ১৯ হাজার ৩০৫ হেক্টর জমিতে বোরো ধান আবাদ হয়।
বৈশাখের শুরু থেকে এখন পর্যন্ত আবহাওয়া অনেকটাই ভালো রয়েছে। চলতি মৌসুমের উঠতি বোরোর সম্পূর্ণ ফসল ঘরে তুলতে পারলেই স্বস্তি কৃষকের। বেশ দ্রুত গতিতেই ধানকাটা-মাড়াইয়ের কাজ চলছে। এবার রোগ-বালাইয়ের আক্রমণ অনেক কম ছিল বলেও জানান এ কর্মকর্তা।