৭০ বছর বয়সে এসেও মিলেনি সফলতা, জীবন যুদ্ধে পরাজিত হাবিবুর রহমান
প্রকাশিত: ৫-৫-২০২৫ দুপুর ১২:১৩
বরিশালের বাকেরগঞ্জে হাবিবুর রহমান ৫০ বছর যাবত করে আসছে ভাতের হোটেলের ব্যবসা, জীবনের তাগিদে ৭০ বছর বয়সে এসেও মিলেনি সফলতা।
বাকেরগঞ্জের দাওকাঠী গ্ৰামে এক দরিদ্র পরিবারে জন্ম নেয়া হাবিবুর রহমান, দশ বছর বয়সে অসুস্থ মা বাবা সহ পাঁচ ভাই বোনের দায়িত্ব কাঁধে নিয়ে একমুঠো ভাতের অভাবে কাজের সন্ধানে পারি জমান খুলনায়।
দশ বছর বয়সী অসহায় হাবিবুর রহমান মাসিক ৩০ টাকা বেতনে চাকরী নেন খুলনার একটি ভাতের হোটেলে, এখান থেকেই শুরু হয় তার জীবনের যুদ্ধ।
খুলনায় ১০ বছর চাকরি শেষে ফিরে আসেন নিজ জন্মস্থান বাকেরগঞ্জে,
পাঁচ হাজার টাকা পুঁজি নিয়ে শুরু করেন ভাতের হোটেল ব্যবসা, দীর্ঘ ৫০ বছর ব্যবসা করেও মেলেনি সফলতা, ৭০ বছর বয়সে এসে এখনো কাটেনি তার দরিদ্রতার জীবন, অসুস্থ হাবিবুর রহমান কান্না জড়িত কন্ঠে বলেন ভিটামাটি শেষ সম্বল টুকু আগেই বিক্রি করে চিকিৎসা করেন তার বাবা-মায়ের
বিটা মাটিহীন হাবিবুর রহমান ৪০ বছর যাবত তিন ছেলে ও চার মেয়ে নিয়ে বসবাস করে আসছেন সরকারি সিএনবি রাস্তার পাশে, উচ্ছেদ অভিযানে ছাড়তে হয় তার মাথা গোজার ঠাই টুকু অসহায় হয়ে পরেন হাবিবুর রহমান, অসুস্থ শরীর নিয়ে ৭০ বছর বয়সে জীবন বাঁচার তাগিদে করে যাচ্ছেন ভাতের হোটেলের ব্যবসা রাস্তার পাশে ঝুপড়ি একটি দোকানে করে যাচ্ছেন ভাতের ব্যবসা এখন কোনমতেই চলছে হাবিবুর রহমানের জীবন,
বার্ধক্য জনিত কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মাঝে মাঝে বন্ধ রাখতে হয় তার ঝুপড়ি দোকানটি। বৃদ্ধ হাবিবুর রহমানের সন্তানেরা নিজ নিজ কর্মস্থলে রয়েছেন খোঁজ নিচ্ছেন না বৃদ্ধ মা-বাবার। বৃদ্ধ বয়সে এসে স্ত্রী ও নিজের
চিকিৎসা ও ভরণপোষণ যোগান দিতে ব্যর্থ হচ্ছেন হাবিবুর রহমান, বয়স্ক ভাতা সহ সরকারি বিভিন্ন অনুদান থেকেও বঞ্চিত এই হাবিবুর রহমান, তাই সরকারের কাছে আকুল আবেদন জানিয়েছেন তিনি যাতে করে এই বৃদ্ধ বয়সে এসে একটু মাথা গোজার ঠাই পান তিনি।
এ বিষয় বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ জানান হাবিবুর রহমান নামে এক বৃদ্ধ অসহায় জানতে পেরেছি তাই আমরা তার বয়স্ক ভাতা ও বাকেরগঞ্জ উপজেলা পরিষদ থেকে আর্থিক সহায়তা প্রদান করার আশ্বাস দেন