আত্মসাৎকৃত মসজিদের অর্থ ফেরতের দাবিতে গাইবান্ধায় উত্তাল জনতা
প্রকাশিত: ২-৫-২০২৫ রাত ৮:৮
গাইবান্ধায় আল আকসা জামে মসজিদের নামে জমি কেনার জন্য নেওয়া ১১ লাখ ৫ হাজার ৫০০ টাকা আত্মসাতের অভিযোগে কৃষকদল ও যুবলীগ নেতার বিরুদ্ধে বিক্ষোভ করেছেন স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী। শুক্রবার (২ মে) দুপুরে গাইবান্ধা-নাকাইহাট সড়কের কলেজ রোড তিনগাছতলা এলাকায় রাস্তা অবরোধ করে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন গাইবান্ধা জেলা কৃষকদলের অন্যতম সদস্য ও মসজিদের সাবেক সভাপতি রুহুল আমিন ওরফে আল আমিন এবং গাইবান্ধা জেলা যুবলীগের অন্যতম সদস্য ও মসজিদের সাবেক সাধারণ সম্পাদক মোমিন মিয়া।
বিক্ষোভে অংশ নেওয়া মুসল্লি ও এলাকাবাসীরা অভিযোগ করেন, আল আমিন মসজিদের জমি বিক্রির নামে ১১ লাখ ৫ হাজার ৫০০ টাকা নেন। কিন্তু তিনি জমির দলিল করে না দিয়ে বছরের পর বছর তালবাহানা করে আসছেন। স্থানীয়ভাবে একাধিকবার সালিশি বৈঠক হলেও কোনো ফল পাওয়া যায়নি। বরং তিনি বিএনপির প্রভাব দেখিয়ে অভিযোগকারীদের ভয়ভীতি প্রদর্শন করেন।
মসজিদের সাবেক ক্যাশিয়ার ও স্থানীয় ব্যবসায়ী মাসুম বলেন, “এই টাকা বিভিন্ন দানশীল ব্যক্তি ও এলাকাবাসীর দেওয়া। অথচ টাকা নেওয়ার পরেও জমির দলিল দেননি আল আমিন। তিনি জমির বাকি টাকা ৩ লাখ ৯৪ হাজার টাকাও নিতে রাজি হননি, আবার আগেই দেওয়া ১১ লাখ টাকাও ফেরত দেননি।”
বিক্ষোভে আরও অভিযোগ করা হয়, যুবলীগ নেতা মোমিনের সঙ্গে যোগসাজসে এই অর্থ আত্মসাৎ করা হয়েছে। থানায় অভিযোগ করার পরেও সমাধান মেলেনি। বরং আল আমিন সময় চেয়ে তা পার করেও দলিল দেননি। এমনকি তিনি জোরপূর্বক মসজিদের নাম পরিবর্তন করে ‘সালাফী জামে মসজিদ’ রেখেছেন, যা মুসল্লিদের আরও ক্ষুব্ধ করে তোলে।
বিক্ষোভকারীরা দুর্নীতিকারীদের বিরুদ্ধে স্লোগান দেন এবং সাইনবোর্ড খুলে আল আকসা জামে মসজিদের পুরাতন নাম পুনঃস্থাপন করেন। উল্লেখ্য, বিক্ষোভের শুরুতে অভিযুক্ত রুহুল আমিনের স্ত্রী কর্মসূচি বাধাগ্রস্ত করার চেষ্টা করলেও আন্দোলনকারীদের চাপে পিছু হটেন।
বিক্ষোভে শতাধিক মুসল্লি ও এলাকাবাসী অংশ নেন এবং তারা প্রশাসনের কাছে দ্রুত তদন্ত ও অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।