পটুয়াখালীতে লামিয়ার জানাজা ও দাফন সম্পন্ন
প্রকাশিত: ২৭-৪-২০২৫ রাত ৯:২৫
পটুয়াখালী দুমকি উপজেলার পাঙ্গাসিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে রাত ৮ টায় লামিয়া আক্তার এর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় মসজিদের ইমাম মাওলানা আবুল কালাম আজাদ জানাজায় ইমামতি করেন।
জানাজা নামাজে কেন্দ্রীয় বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব এড রুহুল কবির রিজভী, এনসিপির মুক্ষ সংগঠক সারজিস আলম সহ পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসানাত মোহাম্মদ আরেফীন, অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলাম, জেলা বিএনপির আহবায়ক আবদুর রশিদ চুন্নু মিয়া, জেলা বিএনপি'র সদস্য সচিব সেনেহাংশু সরকার কুট্টি, জেলা আইনজীবী সমিতির পাবলিক পসিকিউটর অ্যাডভোকেট মুজিবুর রহমান টোটন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আল কায়সার শিপলু, পটুয়াখালী জেলা ছাত্রশিবিরের সভাপতি আন নাহিয়ান, পটুয়াখালী জেলা জামাত ইসলামীর আমির অ্যাডভোকেট নাজমুল আহসান, গন অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য শহিদুল ইসলাম ফাহিম সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
নামাজে জানাজা শেষে লামিয়াকে তার বসত বাড়ির উঠানে পিতা শহীদ জসিম উদ্দিন এর কবরের পাশে দাফন করা হয়েছে।