দিনাজপুরে ২ হাজার পিস ইয়াবাসহ ৪ নারী ও ৬ পুরুষ আটক

news paper

মাসুদ রেজা হাই, দিনাজপুর

প্রকাশিত: ২৬-৪-২০২৫ দুপুর ২:৭

120Views

শুক্রবার (২৫ এপ্রিল) দিবাগত রাত ১২টার পর শহরের লিলির মোড় (পাহাড়পুর) এলাকায় সাবেক সংসদ সদস্য মোখলেসুর রহমানের বাড়ি হতে "মেডিসিন মার্ট" এর স্বত্বাধিকারী সুষমসহ ৬ জন পুরুষ ও ৪ জন নারীকে অসামাজিক ও অবৈধ কার্যকলাপে থাকা অবস্থায় আটক করেছে দিনাজপুর কোতোয়ালী থানা পুলিশ। 

আটককৃতরা হলেন, দিনাজপুর শহরের পাহাড়পুর এলাকার মৃত নরুল হুদা ছেলে আহম্মেদ তানভির হুদা সুষম (৫৪), ঈদগাহ্ আবাসিক এলাকার মৃত শামসুর রহমানের ছেলে গোলাম মোহাম্মাদ মমতাজুর রহমান রাজ (৩২), ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বোধ পালিগা গ্রামের মোঃ আবুল হোসেনের ছেলে মো: পারভেজ আলম রাজু (২১), দিনাজপুরের কাহারোল উপজেলার গড়নরপুর গ্রামের পুনেন্দ্র রায়ের ছেলে বিষ্ণু রায় (২৬), দিনাজপুর সদর উপজেলার ফুলহাট মাগিপারা এলাকার ফজলুর রহমানের ছেলে শামিম হোসেন(৪৫), কাহারোল উপজেলার পূর্ব সাদীপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে রুবেল ইসলাম (৩৫), সদর উপজেলার মাধবপুর মেডিকেল মোড় এলাকার গোলাম মোঃ মমতাজুল রহমান রাজের স্ত্রী জবা চৌধুরী সারা (১৮), লালমনিরহাটের মিশন মোড় এলাকার রিয়াজুল ইসলামের মেয়ে মোছা,রিমি বেগম (২৩),একই এলাকার মৃত তৈয়ব আলীর মেয়ে মোছা: মনি আক্তার (১৮) ও ও লালমনিরহাটের খানাপারা রেলওয়ে কলোনির মৃত কুকির মেয়ে মোছা,নিলিমা ইসলাম (১৯)।

দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মতিউর রহমান তথ্য দিয়ে নিশ্চিত করেছেন, কোতয়ালী থানা পুলিশের একদল চৌকস টিম তাদের আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে প্রায় ২ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়াও দুইটা মোটরসাইকেল, ছয়টা স্মার্ট ফোন এবং দুইটা বাটন ফোনসহ সাথে নগদ ১ লাখ ১২ হাজার টাকা পাওয়া গেছে। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হওয়ার পর আজ দুপুরে আটককৃতদের আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।


আরও পড়ুন