রাঙামাটিতে অটোরিকশা ও পিকআপের সংঘর্ষে নিহত ৫
প্রকাশিত: ২৬-৪-২০২৫ দুপুর ১২:৫২
রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কের রাবার বাগান এলাকায় পিকআপ ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ও ১জন আহত হয়েছে।শনিবার সকাল আনুমানিক সাড়ে দশটার দিকে কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান পাড়া রাবার বাগান এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক ভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কাউখালী উপজেলার রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কের রাবার বাগান এলাকায় সিএনজি চালিত অটোরিক্সাকে পিকআপ চাপা দেয় এতে ঘটনাস্থলে সিএনজিতে থাকা যাত্রীদের মধ্যে ৩জন নিহত ও ১জন আহত হয়। হাসপাতালে নেওয়ার পর আরো দুইজন মারা যায়। সড়ক দূর্ঘটনায় ৫জন নিহত ও ১জন আহত হওয়ার খবর নিশ্চিত করেছেন কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সোহাগ। তিনি জানান, দূর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুলিশ ও স্থানীয় এলাকাবাসীর সহায়তায় লাশ উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এই ব্যপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।