সাতক্ষীরা সড়ক দুর্ঘটনা: মা-ছেলে নিহত
প্রকাশিত: ২৫-৪-২০২৫ বিকাল ৬:৪০
সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটার কুমিরা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মা ও ছেলে নিহত হয়েছেন। শুক্রবার (২৫ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন খুলনার কপিলমুনি এলাকার রীতা সাধু (৩২) এবং তার তিন বছর বয়সী ছেলে সৌরভ সাধু। দুর্ঘটনায় রীতার স্বামী অপূর্ব সাধু ও সাত বছর বয়সী মেয়ে আহত হয়েছেন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর বাসটি না থেমে রীতা সাধু ও তার শিশুপুত্রের ওপর দিয়ে চলে যায়। বাসের সামনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ঘটনার পরপরই ঘাতক বাসটি পালিয়ে যায়।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মোটরসাইকেলে করে পরিবারসহ যশোরের সাগরদাঁড়ি গ্রামের শ্বশুরবাড়ি যাচ্ছিলেন অপূর্ব সাধু। কদমতলা মোড় এলাকায় পৌঁছালে সাগরদাঁড়ি রোডে প্রবেশের সময় পেছন থেকে আসা ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে চারজনই ছিটকে পড়ে যান।এবং ঘটনাস্থলেই মা ও ছেলে নিহত হন।
এ ঘটনায় স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিহতদের মরদেহ উদ্ধার করে। ঘটনার পর থেকে ঘাতক বাস ও চালককে খুঁজে বের করতে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।
স্থানীয়রা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি দাবি করেছেন।