বরগুনায় পাঁচ শতাধিক পরিবার ৪০ বছর সুপেয় পানি থেকে বঞ্চিত

news paper

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত: ২৫-৪-২০২৫ দুপুর ১২:১০

71Views

পাথরঘাটায় পানি সংকট নিরসনে ও সুপেয় পানির দাবিতে খালি কলসি হাতে নিয়ে মানববন্ধন করেছে এলাকাবাসী। 
  
আজ  সকাল ১১ টায় বরগুনার পাথরঘাটা উপজেলার উত্তর কাঠালতলী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের কয়েক শতাধিক মানুষ সুপেয় পানির দাবিতে এ মানববন্ধন করেন। 
ভুক্তভোগী পরিবাররা বলেন তারা এই এলাকায় পাঁচ শতাধিক পরিবার সুপেয় পানির তীব্র সংকটে বিগত ৪০ বছর ধরে। নিরাপদ পানির জন্য বিভিন্ন জায়গায় সরকারি পুকুর থাকলেও তাদের এলাকায় নেই সে ব্যবস্থাও। তাদের একমাত্র সুপেয় পানির উৎস বৃষ্টির পানি, কিন্তু তা সারাবছরের জন্য ধরে রাখার ব্যবস্থা না থাকায়, বাধ্য হয়ে স্বাস্থ্যের ঝুঁকি নিয়ে বছরের বেশিরভাগ সময় বাড়িও গ্রামের পুকুর কিংবা খালের অনিরাপদ পানি পান করতে হয়। 
এতে বিভিন্ন রোগ ব্যাধিতে আক্রান্ত  হচ্ছে  শিশুসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
সরকারের কাছে এলাকাবাসির দাবি প্রতি ঘরে টাংকির ব্যবস্থা করে হলেও যাতে তাদের এ সমস্যার দ্রুত সমাধান করা হয়।


আরও পড়ুন