কাপাশিয়া দাখিল মাদ্রাসার "এডহক" কমিটির সভাপতি হলেন পিয়াস

news paper

আব্দুল্লাহ আল মামুন, পূর্বধলা

প্রকাশিত: ২২-৪-২০২৫ দুপুর ২:১৫

14Views

নেত্রকোনার পূর্বধলা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান কাপাশিয়া দাখিল মাদ্রাসার গভার্ণিং বডি ও ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ইকবাল কবির পিয়াস। 

বুধবার  (২১ এপ্রিল) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ড ঢাকার রেজিষ্টার (প্রশাসন) প্রফেসর আবদুছ ছাত্তার মিয়া কতৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন করা হয়।

এতে সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন দৌলত আলী, সাধারণ শিক্ষক সদস্য তানভীর আহমেদ, অভিভাবক সদস্য আমিনুল ইসলাম।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা (গভার্ণিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা ২০০৯-এর ৩৯ প্রবিধান অনুসারে পরিচালনার জন্য নিম্নেবর্ণিত সদস্যদের সমন্বয়ে পত্র ইস্যুর তারিখ থেকে পরবর্তী ৬ (ছয়) মাসের জন্য সভাপতি মনোনয়নসহ এডহক কমিটি অনুমোদন দেয়া হলো।

এতে আরও বলা হয়, এ এডহক কমিটির মেয়াদের মধ্যে বিধি মোতাবেক একটি নিয়মিত কমিটি গঠন করার পরামর্শ প্রদান করা হলো।

এডহক কমিটির সভাপতি ইকবাল কবির পিয়াস বলেন, অত্র মাদ্রাসাটি ১৯৫৭ প্রতিষ্ঠা করেছেন আমার দাদা মরহুম হাজী ইন্তাজ আলী। উনার প্রতিষ্ঠিত কাপাশিয়া দাখিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি হয়েছি, এটা আমার জন্য অনেক আনন্দের বিষয়। মাদ্রাসাটি নিয়ে আমারও অনেক স্বপ্ন। 

আরও বলেন যেহেতু আমি সুযোগ পেয়েছি মাদ্রাসার উন্নয়নে কাজ করে যাবো। "শিক্ষার গুণগত মান উন্নয়ন, আধুনিক শিক্ষা পরিবেশ নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের সর্বোচ্চ সুযোগ-সুবিধা প্রদানই হবে আমার প্রধান অঙ্গীকার। সকলের সহযোগিতায় কাপাশিয়া দাখিল মাদ্রাসাকে একটি মডেল শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই।"


আরও পড়ুন