জাতীয় নাক কান গলা ইনস্টিটিউট ক্যান্সার সচেতনতা দিবস পালিত

news paper

কাজী জাকির হোসেন

প্রকাশিত: ২১-৪-২০২৫ রাত ৯:১

212Views

আজ সোমবার  জাতীয় নাক কান গলা ইনস্টিটিউট ও হাসপাতাল তেজগাঁও ঢাকা হেড এন্ড নেক ক্যান্সার সচেতনতা দিবস উদযাপিত উপলক্ষে সকাল আটটা ৩০ মিনিট হইতে দুপুর দুইটা পর্যন্ত  রেলি ফেস্টুন বিতরণ ও আলোচনা মধ্য দিয়ে পালিত হল হেড এন্ড নেক ক্যান্সার দিবস। আয়োজনে হেড এন্ড নেক সার্জারি ডিভিশন, জাতীয় নাক কান কলা ইনস্টিউট। আজগের প্রতি পাত্ত বিষয় হল "জানুন, সচেতন হোন, প্রতিকার করুন "হেড ওনেক ক্যান্সার সচেতনতার মাস এপ্রিল উপলক্ষে ই এন টি দ্বিতীয় তালায় হল রুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক ডাঃমোঃ হাসান জাফর রিফাত পরিচালক জাতীয় নাক কান গলা ইনস্টিটিউট তেজগাঁও, ঢাকা। আলোচনা সভায় বিশেষজ্ঞ প্যানেলে উপস্থিত ছিলেন অধ্যাপক ডাঃ বেলায়েত হোসেন সিদ্দিকী প্রাক্তন চীফ হেড নেক সার্জারি ডিভিশন ও প্রাক্তন চেয়ারম্যান (নাক কান ও গলা বিভাগ)বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় পিজি সাহাবাগ ঢাকা। ডাঃ এ, এফ এম কামাল উদ্দিন, প্রাক্তন বিভাগীয় প্রধ্যান,রেডিয়েশন অনকোলজি, জাতীয় নাক কান গলা ইনস্টিউট। এই সময় অনুষ্ঠানে সকল অধ্যাপক চিকিৎসক কর্মকর্তা ও কর্মচারীগণ এবং আউটসোর্সিং নিয়ে কর্মরত সকলেই অংশগ্রহণ করেন। বিশেষজ্ঞরা জানান বিশ্বের প্রায় ৬-৮%ক্যান্সার হেড ও নেক ক্যান্সার হলেও দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এর হার ৩০%  পর্যন্ত হতে পারে। তাই ভয় নয় ভয় কে জয় করতে হবে। সময় মতো চিকিৎসা ও সচেতনতায় পারে জীবন রক্ষা করতে। সভাপতি সকলকে ধন্যবাদ জানিয়ে আলোচনা সভা সমাপ্তি ঘোষনা করেন।


আরও পড়ুন