বদনপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হলেন আবু নাসের মোঃ সাহানুর রহমান

news paper

রাশিদুল ইসলাম, শ্রীপুর

প্রকাশিত: ২১-৪-২০২৫ বিকাল ৬:৩

580Views

মাগুরার  শ্রীপুর উপজেলার অন্যতম বিদ্যাপীঠ বদনপুর আদর্শ মাধ্যমিক  বিদ্যালয়ের এডহক কমিটি গঠন করা হয়েছে।বদনপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী আবু নাসের মোঃ সাহানুর রহমান ।

গত ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর কর্তৃক বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত একটি পত্রে এ তথ্য জানানো হয়। পত্রে উল্লেখ করা হয়েছে কমিটি অনুমোদন ইস্যুর তারিখ থেকে আগামী ছয় মাসের জন্য এ কমিটি বলবৎ থাকবে, এর মধ্যে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন করতে হবে।

এডহক কমিটির অন্যরা হলেন সদস্য সচিব বদনপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওলিয়ার রহমান, সাধারণ শিক্ষক সদস্য মো. আব্দুর রব মোল্যা, অভিভাবক সদস্য মো.জাকারিয়া ।

বদনপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি আবু নাসের মোঃ সাহানুর রহমান বলেন, আমাকে সভাপতি পদে দায়িত্ব দেওয়াই বিদ্যালয়ের সকলকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি বিদ্যালয়ের উন্নয়নের জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাবো।এজন্য আমি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী শিক্ষক মন্ডলীসহ স্থানীয় নেতৃবৃন্দদের সার্বিক সহযোগিতা কামনা করছি।

তিনি বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পাওয়ার পর প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।


আরও পড়ুন