মান্দায় ইউএনও'র উদ্যোগে বিভিন্ন উন্নয়ন উপকরণ বিতরণ
প্রকাশিত: ২১-৪-২০২৫ দুপুর ২:১৯
নওগাঁর মান্দায় ইউএনও'র উদ্যোগে ২০২৪-২৫ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন প্রকল্প কর্মসুচীর আওতায় বিভিন্ন উন্নয়ন উপকরণ বিতরণ করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল।
রবিবার (২০ এপ্রিল) বিকালে উপজেলা পরিষদের মুক্ত মঞ্চে এসব উপকরণ বিতরণ করা হয়।
এর আগে উপজেলার বুড়িদহ বাজার এলাকায় আত্রাই নদীর অভয়াশ্রমে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন জেলা প্রশাসক।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম মিয়ার সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,মান্দা উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম বাবুল চৌধুরী, সাবেক সভাপতি মকলেছুর রহমান মকে, প্রানী সম্পদ কর্মকর্তা নুরুজ্জামান, সিনিয়র মৎস্য কর্মকর্তা দিপংকর পাল,কৃষি কর্মকর্তা শায়লা শারমিন, মাধ্যমিক কর্মকর্তা শাহ আলম সেখ,পুলিশ পরিদর্শক (তদন্ত) গনি মিয়া,মান্দা সদর ইউপি চেয়ারম্যান ডাঃর মোঃ তোফাজ্জল হোসেন ও কুসুম্বা ইউপি চেয়ারম্যান নওফেল আলী মন্ডল।
উল্লেখ্য বার্ষিক উন্নয়ন কর্মসুচীর আওতায় সমাজের পিছিয়ে পড়া অবহেলিত, প্রতিবন্ধী,শিক্ষার্থী ও সাধারণ মানুষজনের মাঝে হুইল চেয়ার, শিক্ষা উপকরণ, শিক্ষা সহায়ক উপকরণ হিসাবে ছাতা,সাহিত্য চর্চা বৃদ্ধিতে বই ও আসবাব পত্র,বিজ্ঞান সামগ্রী,কিশোর কিশোরী ক্লাবে স্যানিটারী ন্যাপকিন ও স্বাস্থ সু্রক্ষা সামগ্রী,খামারিদের মাঝে বিনামূল্যে রেবিস ও জলাতঙ্ক ভ্যাকসিন,ফলজ ও বনজ গাছের চারা, সুপেয় পানির জন্য টিউবয়েল ও ক্রীড়া সামগ্রীসহ ২৭ ধরনের উপকরণ বিতরণ করা হয়েছে।