ভরা মাছসহ পাইকগাছায় চিংড়ি ঘের দখল করায় আদালতে মামলা

news paper

শেখ সেকেন্দার আলী, পাইকগাছা

প্রকাশিত: ১৯-৪-২০২৫ বিকাল ৬:৬

28Views

খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনিতে ৭০ বছরের দখলীয় চিংড়ি ঘের ভরা মাছসহ অবৈধভাবে দখল করার অভিযোগে আদালতে মামলা হয়েছে। দখলের অভিযোগে পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রতিপক্ষের নামে ১৩ সি আর ৩৪৭/২৫ মামলা দায়ের করা হয়েছে। আদালত তদন্ত পূর্ব প্রতিবেদন দেওয়ার জন্য থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
আদালতে মামলার বিবারণ ও সরজমিনে জানা যায়, তালা উপজেলার রায়পুর গ্রামের দীপক কুমার মুনি ওয়ারেশ সুত্রে পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউপির শেখরডাংগা মৌজায় (কোশিয়ার) ডিসির মুলে ৪০ বিঘা জমি ভোগ দখল করে আসছেন। যার ভিপি লীজ কেস নম্বর ২৪ / ৬৬ - ৬৭। এছাড়াও সায়রাত ৬১ / ৬৪-৬৫ নং কেসে রেকডীয় মালিক মতিলাল মুনির ওয়ারেশ কিছু জমি রেকর্ড প্রাপ্ত হন। গত ৭ এপ্রিল বিকেলে কপিলমুনির আশুতোষ দত্ত, দীপংকর দত্ত ও নারায়ণ দত্ত রেজাকপুর গ্রামের মৃত সমসের সরদারের ছেলে সোহরাব সরদারের মাধ্যমে ২৫ বিঘা জমি জবর দখল করে নিয়েছে। এ সময় বাধা দিতে গেলে দীপক মুনিরসহ তার লোকজনকে মারপিট করে ঘের থেকে বের করে দেয়। সেই সাথে জাল দিয়ে মাছ ধরে নেয়। ক্ষতিসাধন করে প্রায় দেড় লক্ষাধিক টাকার। এ বিষয়ে জানতে চাইলে সোহরাব আলী সরদার জানান, আমি দীপংকর দত্তদের কাছ থেকে চুক্তিপত্রের মাধ্যমে হারিতে লীজ নিয়ে দখলে গিয়েছি। কার কি বৈধ বা অবৈধ কাগজ আছে তা তারাই ভাল বলতে পারবেন। থানা ওসি মোঃ সবজেল হোসেন জানান, শুক্রবার বিকেলে সরজমিনে তদন্ত করেছেন।

আরও পড়ুন