শিশু আছিয়ার গায়েবি জানাজা ও তার হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বাঙলা কলেজ ছাত্রদলের
প্রকাশিত: ১৫-৩-২০২৫ দুপুর ১২:৫৪
পাশবিক নির্যাতনের শিকার হয়ে মৃত্যুর সাথে লড়াই করতে করতে মৃত্যুবরণ করে শিশু আছিয়া শিশু আছিয়ার হত্যার বিচার দ্রুত নিশ্চিতের দাবি জানিয়েছে সরকারি বাঙলা কলেজ ছাত্রদল। (১৪ মার্চ) রোজ শুক্রবার জুম্মার নামাজের পর কলেজ মাঠে আয়োজিত গায়েবানা জানাজা শেষে ছাত্রদল নেতারা এ দাবি জানান।
মাগুরা জেলার ৮ বছর বয়সী আছিয়া ৬ মার্চ তার বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়।৭ মার্চ, তাকে মাগুরা জেলার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার উন্নতি না হলে, তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে, তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
গুরুতর অবস্থায় শিশুটিকে শুক্রবার রাতে লাইফ সাপোর্টে নেওয়া হয় এবং শনিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিট (পিআইসিইউ) থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়। এরপর, রোববার তাকে সিএমএইচে পেডিয়াট্রিক আইসিইউতে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায়, বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টায় সিএমএইচে তার মৃত্যু হয়।
বাঙলা কলেজ ছাত্রদলের,আহ্বায়ক মো. মোখলেছুর রহমান বলেন, "শিশু আছিয়ার নির্মম ধর্ষণের শিকার হইয়া মৃত্যুবরণ করে তার এই নির্মম মৃত্যু । আমাদের বিবেককে নাড়া দিয়েছে। এই জঘন্য অপরাধের সঙ্গে যারা জড়িত, তাদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় ছাত্রদল দেশের শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।"তিনি আরও বলেন, "আমরা দেখতে চাই, আছিয়ার পরিবার দ্রুত বিচার পায়। বাংলাদেশে কোনো শিশু যেন এমন নির্মমতার শিকার না হয়, সেটি নিশ্চিত করতে হবে। আমরা সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আছিয়া হত্যার দ্রুত বিচার এবং অপরাধীদের সর্বোচ্চ শাস্তির জোর দাবি জানাই।
দ্রুত সময়ের মধ্যে দোষীদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির নিশ্চয়তা না দেওয়া হলে ছাত্রদল সারাদেশে প্রতিবাদ কর্মসূচি করবে। ইতোমধ্যে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল নেতাকর্মীরা আছিয়া হত্যার বিচারের দাবিতে সভা-সমাবেশ ও বিক্ষোভ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে।"তিনি আরো বলেন যে গতকাল সন্ধ্যায় আমারা বাঙলা কলেজ ছাত্রদল বিক্ষোভ মিছিল করি। এবং আছিয়া হত্যার বিচারের জোর দাবি জানাই।
বাঙলা কলেজ ছাত্রদলের, যুগ্ম আহ্বায়ক , হুমায়ুন আহমেদ বলেন যে, এই বাংলাদেশ এ ধর্ষণ ও ধর্ষণকের কোনো জায়গা হবে না। শিশু আছিয়ার সাথে যেই নির্মম নির্যাতন হয়েছে তাকে হত্যা করা হইছে তার জন্য আমারা লজ্জিত । এই বাংলায় যেন আছিয়া মতো কেউ ধর্ষণের শিকার না হয়। এবং আছিয়ার হত্যার সাথে জড়িত সবাইকে আইনের আওতায় আনতে হবে।
কঠোরভাবে শাস্তি প্রধান করতে হবে।
গায়েবানা জানাজায় অংশ নেওয়া সাধারণ শিক্ষার্থী মধ্যেই নাম মেহেদী বলেন, এই ঘটনার বিচার দ্রুত সম্পন্ন করার দাবি জানান। তারা বলেন, "শিশু আছিয়া কোনোভাবেই এই নির্মমতার শিকার হওয়ার যোগ্য ছিল না। দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে, নইলে আমরা কঠোর আন্দোলনে যাব। এই বাংলায় আর কোন ধর্ষণ যেন না হয়। এবং আছিয়ার হত্যার সাথে জড়িত যারা আছে তাদের কঠিন বিচার করতে হবে। যাতে করে ভবিষ্যতে এমন কোনো অপরাধ না হয় এই বাংলায়।
গায়েবানা জানাজা শেষে ছাত্রদল নেতাকর্মীরা শপথ নেন যে, তারা আছিয়া হত্যার বিচার নিশ্চিত করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন। নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা শোক প্রকাশের পাশাপাশি প্রশাসনের প্রতি আহ্বান জানান, যেন দ্রুত তদন্ত সম্পন্ন করে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হয়।