উত্তরা ১৩ নং সেক্টর মসজিদের ভাইরাল হওয়া ভিডিওটি কাটছাঁট করা ও গুজব, মুসল্লী সুস্থ

news paper

এইচ এম মাহমুদ হাসান

প্রকাশিত: ১৫-৩-২০২৫ দুপুর ১২:৩০

184Views

রাজধানী উত্তরার ১৩ নং সেক্টর গাউসুল আজম জামে মসজিদে ৬ মার্চ'২০২৫ বৃহস্পতিবার ৫ রমজান ফজরের সময় তর্ক বিতর্কের পরে একজন মুসল্লি অন্য আরেক মুসল্লি কে ঘুষি মারার পরে মাটিতে লুটিয়ে পরে এবং তাৎক্ষণিক মুসল্লি মৃত্যুবরণ করেন এরকম একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দ্রুত ভাইরাল হয়ে যায়।

সেই ভাইরাল ভিডিওটির ক্যাপশনে অনেকে লিখেন, সাকিল আহমেদ নামে একজন ভিডিওর ক্যাপশনে লিখেন, মসজিদের ভিতরে তৌহিদি জনতার হাতে তৌহিদি জনতা খুন, স্থান: উত্তরা ১৩ নাম্বার সেক্টর, গাউছুল আজম মসজিদ। জহির আহমেদ নামে আরেক ব্যক্তি লিখেন,ঢাকা উত্তরা ১৩ নাম্বার সেক্টর, গাউছুল আজম মসজিদে তারাবি নামাজ শেষে তৌহিদী জনতা হুজুরের এক গু'সি'তে আরেক হুজুর কাইত।

মাসরুর হাসান সুমন নামে আরেক ব্যক্তি লিখেন,উত্তরা ১৩ নাম্বার সেক্টর গাউছুল আজম মসজিদে নিজামুদ্দিন অনুসারী তাবলীগ জামাতের সাথীর উপর জুবায়ের পন্থীদের অতর্কিত হামলার ঘটনা ঘটেছে ।

এরকম বিভিন্ন ক্যাপশনে ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলেও বিষয়টি অসত্য এবং লুটিয়ে পড়া মুসল্লি পরিপূর্ণ সুস্থ এবং সবল আছেন বলে দাবি করেছেন ১৩ নং সেক্টর গাউসুল আজম জামে মসজিদের কর্তৃপক্ষ এবং মসজিদটির পেশ ইমাম ও ঘটনাটির সময়ে সরাসরি উপস্থিত থাকা মাওলানা মুফতি জুনায়েদ কাসেমী। 

পেশ ইমাম মুফতি জুনায়েদ কাসেমী গণমাধ্যমকে বলেন,সোশ্যাল মিডিয়া অসম্পূর্ণ কাটছাঁট করা একটি ভিডিও, পরিপূর্ণ ভিডিওতে তিনি শুয়ে যাওয়ার পরে এক মিনিট পরে আবার উঠে যান এবং সে সময় মসজিদে যারা ছিলেন সকলের সমন্বয়ে যে ব্যক্তি ঘুসি মেরেছেন তিনি তার কাছে ক্ষমা চান এবং লজ্জিত বলে জানান এবং ভিকটিম আনোয়ারুল কিবরিয়া সে সময় তাকে মাফ করে দেন এবং বিষয়টি সেখানে সমাধান হয়ে যায়। 

কিন্তু একদিন পরে দেখা যায় সোশ্যাল মিডিয়ায় কাটছাঁট করা ভিডিওটি ভাইরাল হয়ে যায় এবং গুজবে পরিণত হয়। 

সত্যতা জানতে মসজিদের ভিতরে মাটিতে লুটিয়ে পড়া ভিকটিম আনোয়ারুল কিবরিয়ার বাসায় গেলে তাকে পাওয়া যায়নি, এবং পরবর্তীতে তাকে ফোন দেয়া হলে তিনি ফোন রিসিভ করেননি, তার বাসার দারোয়ানের কাছ থেকে যানা যায়, তিনি সুস্থ আছেন,মৃত্যুবরণের  বিষয়টি গুজব বলেন  এবং সে বিষয়টি সেদিন ফজরের সময়ই সমাধান হয়ে গিয়েছে বলে জানান এই দারোয়ান। পরবর্তীতে বাসার দারোয়ান, ভিকটিম আনোয়ারুল কিবরিয়ার স্ত্রীকে ফোন দিলে গোলাম কিবরিয়ার স্ত্রী গণমাধ্যমকে বলেন, মৃত্যুবরণের বিষয়টি সোশ্যাল মিডিয়ার একটি বড় গুজব এবং সেই বিষয়টি মসজিদেই সমাধান হয়ে গিয়েছে এবং তিনি সুস্থ আছেন বর্তমান ঢাকার বাহিরে আছেন।


আরও পড়ুন