এসেনসিয়াল ড্রাগসের এমডির আত্মীয়দের বদলি বাণিজ্য

news paper

শেখ নাহিদ

প্রকাশিত: ১০-৩-২০২৫ বিকাল ৬:৩

10304Views

এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের এমডি সামাদ মৃধার ভাতিজা নাজমুল হুদা,  ভাগিনা মো. শওকত ও এমডি সেকশনের বেশকিছু কর্মকর্তা  ও কর্মচারী ইতিমধ্যেই অনেক আওয়ামী লীগ পন্থী শ্রমিক কর্মচারীদের সুবিধা মতো জায়গায় টাকার বিনিময়ে বদলি করছে। এমনকি কোম্পানিতে অতিরিক্ত লোক থাকায় ব্যবস্থাপনা পরিচালক ছাটাই প্রক্রিয়া শুরু করে ১২৫ জন কর্মচারী ছাটাই করেন। এরমধ্যে ৩৮ জনকে টাকা লেনদেনের মাধ্যমে  আবার ফেরত আনেন। এখানে ও এমডি  আত্মীয়-স্বজন ও ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আবুল খায়ের এবং  সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন জড়িত আছেন বলে জানা যায়। 
এ বিষয় খোঁজ নিয়ে জানা যায় মো. মনিরুল ইসলাম জি এম এডমিন অ্যান্ড এইচআরএম ও জড়িত আছেন। ইতিমধ্যে খুলনা বগুড়া মধুপুর সহ অন্য প্ল্যান থেকেও এই চক্র অঙ্গীকারনামা দিয়ে চাকরি না যাওয়ার কথা বলে অর্থ হাতিয়ে নিচ্ছে । তারা বলছে কোন কর্মচারীর চাকরি যাবে না সেই নিশ্চয়তা মৌখিকভাবে তারা কথা  দিচ্ছে এবং অঙ্গীকার নামার মাধ্যমে সেটাকে বহাল করছে। ব্যবস্থাপনা পরিচালক এর ভাতিজা, ভাগিনা সহ ইউনিয়নের সভাপতি সেক্রেটারি শুধু প্লান্ট বদলি নয় সেকশন বদলি প্রমোশনসহ টেন্ডার বাণিজ্য, কমিশন বাণিজ্য, এবং সকল কিছুর সাথেই জড়িত। তাদের মাধ্যমে ইডিসিএল এ একটি মাফিয়াচক্র গড়ে উঠেছে। স্বাস্থ্য সচিব  ও উপদেষ্টা  দৃষ্টি আকর্ষণ করে এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের ভুক্তভোগী কর্মচারীরা তাদের হাত থেকে প্রতিষ্ঠানটি রক্ষা করারজন্য অনুরোধ করেন। এই দিকে ব্যবস্থাপনা পরিচালক (এমডি ) একান্ত সহকারি (পিএস) ভাগিনা নাজমুল হুদা মৃধাকে একাদিক বার তার ব্যবহৃত মুঠো ফোনে ফোন দিলে তিনি ফোন  কেটে দেন।


আরও পড়ুন