কাপ্তাইয়ের নতুন ইউএনও জিসান বিন মাজেদ
প্রকাশিত: ২০-১১-২০২৪ দুপুর ১২:৫০
রাঙামাটির কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৩৫ ব্যাচ এর কর্মকর্তা জিসান বিন মাজেদ।
গতকাল মঙ্গলবার (১৯ নভেম্বর) রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদানের পর একইদিন বিকাল ৩ টায় তিনি কাপ্তাই উপজেলায় কর্মস্থলে যোগদান করেছেন। এর আগে তিনি নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেছেন।
প্রসঙ্গত, গত ২৪ অক্টোবর চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয় এর অতিরিক্ত বিভাগীয় কমিশনার মুহাম্মদ আনোয়ার পাশা সাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে ইউএনও জিসান বিন মাজেদ কে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়।