নাঙ্গলকোটে বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত

news paper

তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট

প্রকাশিত: ১৬-১১-২০২৪ দুপুর ১২:৪

232Views

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মক্রবপুর ইউনিয়নে বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যার ভুলুয়াপাড়া বাজার সংলগ্ন মাঠে এই কর্মী সম্মেলন হয়।

মক্রবপুর ইউনিয়ন বিএনপি সভাপতি মাস্টার মমতাজুল করিমের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদল নেতা আব্দুল মমিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ও নাঙ্গলকোট উপজেলার আহ্বায়ক নজির আহমেদ ভূঁইয়া। প্রধান বক্তা নাঙ্গলকোট উপজেলা বিএনপি সদস্য সচিব আনোয়ার হোসেন ছোট নয়ন। মক্রবপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক হারুনুর রশিদ।

বিশেষ অতিথি নাঙ্গলকোট উপজেলা বিএনপি যগ্ম আহ্বায়ক নেতা আরিফুল আলম নোমান,  উপজেলা মৎস্যজীবী দল সভাপতি আনোয়ার উল্লাহ মিয়াজী, শ্রমিক দলের থানা যুগ্ম সাধারণ সম্পাদক মনির আহম্মেদ মিয়াজী, রায়কোট উত্তর ইউনিয়ন বিএনপি সভাপতি হায়াতুন্নবী, বাঙ্গড্ডা ইউনিয়ন সাধারণ সম্পাদক মানিক মজুমদার, উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক এনামুল হক, বটতলী ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল বাতেন বাচ্চু প্রমুখ।


আরও পড়ুন