দাউদকান্দিতে যৌথবাহিনীর অভিযানে ফেনসিডিলসহ আটক ২

news paper

শরিফুল ইসলাম, দাউদকান্দি

প্রকাশিত: ২৯-১০-২০২৪ দুপুর ৩:৪৬

175Views

কুমিল্লার দাউদকান্দিতে যৌথবাহিনীর অভিযানে ফেনসিডিলসহ দুজনকে আটক করা হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) রাত পৌনে ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দাউদকান্দি টোলপ্লাজা এলাকা থেকে ২০ বোতল ফেনসিডিল, ১ বোতল বিয়ার, দুটি মোবাইল ফোন, ২ হাজার ৬০০ টাকাসহ দুই মাদকব্যবসায়ীকে গ্রেফতার করে যৌথবাহিনী।

বিষয়টি নিশ্চিত করেছেন মডেল থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) হারুন-অর-রশিদ। আটককৃতরা হলেলো- পৌর এলাকার দৌলদ্দি গ্রামের শাহআলমের ছেলে শাহীন (৩২) এবং সবজিকান্দি গ্রামের মজিবুর রহমানের ছেলে বিজয় রহমান (২৩)। 

মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জুনায়েত চৌধুরী জানান, ফেনসিডিলসহ আটক আসামিদের বিরুদ্ধে মঙ্গলবার (২৯ অক্টোবর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হবে।


আরও পড়ুন