ধামইরহাটে স্কুলছাত্রী অপহরণের এক সপ্তাহের মাথায় অপহরণকারী গ্রেফতার : ভিকটিম উদ্ধার
প্রকাশিত: ২৪-৫-২০২১ দুপুর ৪:৬
নওগাঁর ধামইরহাটে স্কুলছাত্রী অপহরণের এক সপ্তাহের মাথায় পুলিশি তৎপরতায় অপহৃত স্কুলছাত্রীকে (১৩) উদ্ধার ও অপহরণকারী মোমিনুরকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
থানা সূত্র জানায়, অপহৃতার পিতা ভগবানপুর গ্রামের রফিকুল ইসলাম বাদী হয়ে ধামইরহাট থানায় নারী-শিশু নির্যযাতন দমন আইনে মামলা করলে ওসি আবদুুল মমিনের নেতৃত্বে এসআই মাসুুুদ রানাসহ সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান চালিয়ে বিকেল ৪ টায় ধামইরহাট উপজেলার ধুুুরইল গ্রামের সালমা বেগমের বাড়ি থেকে অপহৃতাকে উদ্ধার এবং অপহরণকারী মোমিনুরকে গ্রেফতার কর হয়। সোমবার উভয়কে কোর্ট হাজতে প্রেরণ করা হয়।