জয়পুরহাটে হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্র পরিদর্শন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাঃ রোকেয়া সুলতানা
প্রকাশিত: ২৩-৫-২০২৪ বিকাল ৫:৪৮
স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও কেন্দ্রীয় আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ রোকেয়া সুলতানা বলেছেন, স্বাস্থ্য সেবার মান উন্নয়নে সরকার গ্রামীন জনপদে কমিউনিটি ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে আরও উন্নত করছে। তাই গ্রামের সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে চিকিৎসকদের আরও মনযোগী হতে হবে।
বৃহস্পতিবার (২৩ মে) সকালে জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের কনফারেন্স রুমে চিকিৎসকদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাসপাতালে তত্বাবধায়ক ডাঃ রাশেদ মোবারকের সভাপতিত্বে এ সময় জেলা সিভিল সার্জন ডাঃ রুহুল আমিন, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ তুলশী চন্দর রায় সহ হাসপাতালের চিকিৎসকগণ উপস্থিত ছিলেন।
পরে প্রতিমন্ত্রী জয়পুরহাট জেনারেল হাসাপাতাল সহ পাঁচবিবি উপজেলার বিভিন্ন চিকিৎসা কেন্দ্র পরিদর্শন করেন।