ধামইরহাটে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে র‌্যালি-মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

news paper

এম.এ মালেক, ধামইরহাট

প্রকাশিত: ৩১-৫-২০২১ দুপুর ২:৬

2Views

নওগাঁর ধামইরহাটে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে র‌্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ মে) বেলা ১১টায় বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে উপজেলা চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি এবং পরে ইউএনও গনপতি রায়ের সভাপতিত্বে তার সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

তামাকমুক্ত ধামইরহাট গড়ার প্রত্যয়ে আলোচনা সভায় অংশ নেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. স্বপন কুমার বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহফুজুর রহমান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার ইশতিয়াক আহমেদ, আনসার ও ভিডিপি কর্মকর্তা হাফজা খাতুন ইলা, স্যানিটারি ইন্সপেক্টর আনিছুর রহমান, বন্ধনের আঞ্চলিক ব্যবস্থাপক মকবুল হোসেন, ব্র্যাকের শাখা ব্যবস্থাপক শফিক মাহমুদ, ব্র্যাক মানবাধিকার ও আইন সহায়তা কর্মকর্তা পিয়ারা খাতুন, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির এফওসিইপি শেফালী খাতুন, ওয়ার্ল্ড ভিশন কর্মকর্তা আনোয়ার হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু মুছা স্বপনসহ পল্লী সমাজের নেতৃবৃন্দ।

বক্তাগণ জানান, সারাবিশ্বে তামাক সেবনে বছরে ৮০ লাখ মানুষ অকালে মৃত্যুবরণ করেন। তাই তামাকমুক্ত সমাজ গড়তে আইন প্রয়োগের পাশাপাশি সবাইকে সচেতন হওয়া দরকার। বর্তমানে হোটেল-রেস্তোরাঁ ও রাস্তার ফুটপাত ‍এমনকি চায়ের দোকানগুলোকেও প্রকাশ্যে ধূমপান করা হয়। অথচ প্রকাশ্যে ধুমপানে ৩০০ টাকা জরিমানা, অনাদায়ে কারাদণ্ডের বিধান রয়েছে। সাধারণ মানুষের সচেতনতা ও আইনের সঠিক প্রয়োগই সমাজকে তামাকমুক্ত করতে পারে বলে বক্তাগণ অভিমত ব্যক্ত করেন।


আরও পড়ুন