সাটু‌রিয়ায় পাক হানাদার মুক্ত দিবস পালিত

news paper

হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ

প্রকাশিত: ২১-১১-২০২৩ দুপুর ৪:৩৮

3Views

নানা কর্মসূচির মধ্য দিয়ে মা‌নিকগ‌ঞ্জের সাটু‌রিয়া উপজেলায় পাক হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে।মঙ্গলবার (২১ নভেম্বর) সকালে উপজেলা মু‌ক্তিযোদ্ধা সংসদের আয়োজনে মু‌ক্তিযোদ্ধা মার্কেট থেকে এক‌টি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি সাটু‌রিয়া বাজার প্রদক্ষিণ করে মু‌ক্তিযোদ্ধা কার্যালয়ে গিয়ে আলোচনা সভায় যোগ দেয়।
 
সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার শান্তা রহমানের সভাপতিত্বে উক্ত সভায় বক্তব্য রাখেন জেলার সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ মমিন উদ্দিন খান, সাটুরিয়া উপজেলা  মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আ খ ম নুরুল হক, শিবালয় উপজেলার সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কাশেম, উপজেলা মু‌ক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপু‌টি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. লুৎফর রহমান, মানিকগঞ্জ জেলা পরিষদের সদস্য রাজ্জাক হোসেন রাজ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি আক্তার, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাংগঠনিক সম্পাদক জেড এইচ রিপন প্রমুখ।
 
এসময় উপজেলা মুক্তিযোদ্ধা সমবায় সমিতির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ হাসান আলীর সঞ্চালনায়  সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ সুকুমার বিশ্বাস, সাটুরিয়া ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন পিন্টুসহ উপজেলার সকল মুক্তিযোদ্ধা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন