নৌবাহিনীর যুদ্ধ জাহাজ চাঁদপুরে দর্শনার্থীদের পরিদর্শনের জন্য উন্মুক্ত

news paper

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশিত: ২১-১১-২০২৩ দুপুর ৪:৩৩

26Views

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে চাঁদপুরে নৌবাহিনীর যুদ্ধ জাহাজ বানৌজা অতন্দ্র দর্শনার্থীদের পরিদর্শনের জন্য উন্মুক্ত করা হয়েছে।

মঙ্গলবার চাঁদপুর বিআইডব্লিউটিএ ঘাঁটে বানৌজা অতন্দ্র দুপুর ২টা হতে সূর্যাস্ত পর্যন্ত সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হয়। দর্শনার্থীদের জন্য জাহাজটিকে বর্ণিল সাজে সাজানো হয়। এ সময় বিপুল সংখ্যক জনসাধারণ নৌবাহিনীর জাহাজসমূহ ঘুরে দেখেন।

দর্শনার্থীরা বলেন, যুদ্ধ জাহাজটি দেখে আমরা অনেক কিছু জেনেছি। বছরের কয়েকবার এভাবে প্রদর্শনী করলে আমাদের সন্তানরাও অনেক কিছু জানতে পারবে এবং সশস্ত্র বাহিনীতে যোগদান করতে উদ্ধুদ্ধ হবে।

এর আগে খুলনা অঞ্চলের আঞ্চলিক কমান্ডার স্বাধীনতা যুদ্ধে শহিদ বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ও শহিদ বীর বিক্রম মহিবুল্লাহর মাজারে ‘গার্ড অব অনার' ও পুস্পস্তবক অর্পণ করা হয়।

নৌ-বাহিনী থেকে প্রেস ব্রিফিংতে জানানো হয়,যথাযোগ্য মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে আজ মঙ্গলবার ঢাকা, চট্টগ্রাম ও খুলনা নৌ অঞ্চলসমূহে সশস্ত্র বাহিনী দিবস-২০২৩ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহিদগণের আত্মার মাগফেরাত, দেশের সুখ ও সমৃদ্ধি, সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর উন্নতি ও অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এছাড়া নৌবাহিনীর সকল জাহাজ ও ঘাঁটিসমূহে মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর অবদানের উপর নির্মিত বিশেষ প্রামান্যচিত্র প্রদর্শন এবং নৌবাহিনী স্কুল ও কলেজসমুহে সশস্ত্র বাহিনী দিবসের তাৎপর্য তুলে ধরে কবিতা আবৃত্তি, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।


আরও পড়ুন