পাইকগাছায় অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ইমরান গ্রেপ্তার

news paper

শেখ সেকেন্দার আলী, পাইকগাছা

প্রকাশিত: ২১-১১-২০২৩ দুপুর ৪:২৪

19Views

খুলনার পাইকগাছায় অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামী উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ইমরান হোসোন (৪২)'কে পুলিশ গ্রেপ্তার করেছেন।
মঙ্গলবার সকাল ৯ টার দিকে থানা পুলিশের এএসআই মাসুদ করিম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার চাঁদখালী ইউপি'র গজালিয়ার বসতবাড়ি'তে ঘুমন্ত অবস্থায় ইমরানকে গ্রেপ্তার করেন। পুলিশ বলছেন,সে দীর্ঘদিন রাজধানী ঢাকায় পালাতক ছিলেন। সে গজালিয়ার মৃতঃ শামসুর সরদারের ছেলে। ওসি মোঃ রফিকুল ইসলাম জানান,গ্রেপ্তারকৃত ইমরান ২০১৫ সালে পাইকগাছা থানায় দায়েরকৃত অস্ত্র মামলায় ৫ লাখ টাকা জরিমানাসহ ১০ বছরের সশ্রম সাজাপ্রাপ্ত পালাতক আসামী। তিনি আরোও জানান, তাকে এ সাজা মামলার সাথে থানায় দায়েরকৃত ৩১নং নাশকতা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরন করা হয়েছে।

আরও পড়ুন