শিবচরে ডাকাত সন্দেহে গনপিটুনিতে,মিরজন নামে একজনের মৃত্যু, আহত ৩

news paper

নাজমুল হোসেন লাবলু, শিবচর

প্রকাশিত: ২১-১১-২০২৩ দুপুর ৩:৩৭

60Views

এলাকাবাসীর গনপিটুনিতে মিরজন খালাসী(৪৩) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও তিনজন। ডাকাতি শেষে পালানোর সময় তারা গনপিটুনির শিকার হয় বলে জানা গেছে।
এদের মধ্যে গুরুতর অবস্থায় একজনকে ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়েছে। অন্য দুইজন পুলিশি হেফাজতে রয়েছে। সোমবার(২০ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের ছলেনামা এলাকায় এ ঘটনা ঘটে। 
 
নিহত মিরজন খালাসী শিবচর উপজেলার সম্ভুক এলাকার মৃত আবু আলী খালাসীর ছেলে।আহত আচমত আলী মাদারীপু্র সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকার রত্তন বেপারীর ছেলে।
 
পুলিশ, হাসপাতাল ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার(২০ নভেম্বর) দিনগত মধ্যরাতের দিকে শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের বাজিতপুর এলাকায় সাবেক সচিব আব্দুল হাকিমের ভাই আব্দুল হালিমের বাড়িতে ৫ জনের একটি ডাকাত দল হানা দেয়। এসময় বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার-চেঁচামেচি করলে ওই বাড়ি থেকে পালিয়ে যায় ডাকাতদলটি। পরে পাশের এলাকার ভ্যান চালক দেলোয়ার হাওলাদারের বাড়িতে গিয়ে তুষার নামের এক ভাড়াটিয়াকে ডেকে তুলে।না বুঝেই দরজা খুললে ধারালো অস্ত্র দিয়ে জিম্মি করে তুষার নামের ওই ব্যক্তিকে।পরে পাশের ঘরের লোকজনকে ডেকে তুলে ডাকাতদল।পাশের ঘরের গৃহকর্তা বের হলেই ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে লক্ষাধিক টাকার মালামাল লুট করে। এলাকায় ডাকাত পরেছে এমন খবরে লোকজন বের হয়ে আসে। 
 
ডাকাতি শেষে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী  হাতে ধরা পরে মিরজন ও আচমত আলী বেপারী গনপিটুনি দেয়। খবর পেয়ে শিবচর থানা পুলিশের এস আই গোলজার হোসেনসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে গুরুতর আহতাবস্থায় ২ জনকে উদ্ধার করে।
 
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ মাইনুল ইসলাম (মাহিম) মিরজন খালাসীকে মৃত ঘোষনা করেন। গুরুতর আহত আচমত আলীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে পাঠানো হয়।
 
এদিকে সকালে সন্দেহজনক ভাবে চলাফেরা করায় সাগর হাওলাদার (২৮) ও মোস্তফা কামালকে (৬৫) আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
 
ভুক্তভোগী দেলোয়ার হাওলাদারের স্ত্রী লতা বেগম বলেন,'পাশের ঘরের ভাড়াটিয়াকে জিম্মি করে আমাদের ঘরের দরজা খোলায় ডাকাতদল। দরজা খুললে আমার স্বামীকে আঘাত করে। স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন, টাকা নিয়ে পালিয়ে যায়।'
 
ভাড়াটিয়া তুষার বলেন,'আমাকে কাকা বলে ডাক দিয়ে দরজা খুলতে বলে। আমি ভেবেছিলাম পরিচিত কেউ কোন কাজের জন্য এসেছে। দরজা খুলতেই জিম্মি করে পাশের ঘরের লোকজনদের ডেকে তুলতে বলে। ৫ জনের দল ছিল ওরা। সাথে ধারালো অস্ত্র ছিল।' 
 
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডা: মাইনুল ইসলাম(মাহিম) বলেন, 'ভোর সাড়ে ৫ টার দিকো দুইজনকে হাসপাতালে আনে পুলিশ। তাদের মধ্যে একজন আগেই মারা গেছে।'
 
শিবচর থানার উপ-পরিদর্শক(এসআই) গুলজার আলম বলেন, 'খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করে দুই জনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে আনি।এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে। অপর জনকে গুরুতর অবস্থায় ঢাকা প্রেরণ করা হয়েছে। সকালে স্থানীয়দের সহায়তায় আরো দুই জনকে আটক করা হয়েছে।'
 
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সুব্রত গোলদার বলেন,'এ ঘটনায় তদন্ত চলছে। ঘটনাস্থলে পুলিশের টিম রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।'

আরও পড়ুন