রাণীশংকৈলে সামাজিক সম্প্রীতি কমিটির সভা
প্রকাশিত: ৩-১০-২০২৩ দুপুর ৪:৫৫
আসন্ন দুর্গাপূঁজা উপলক্ষে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সামাজিক সম্প্রীতি উদ্বুদ্ধকরণ, ধর্মীয় উগ্রবাদ, জঙ্গীবাদ, সহিংসতা ও সন্ত্রাসবাদ প্রতিহত, ধর্মীয় উৎসবে যথাযথ ভাবগম্ভীর্য ও উৎসাহ উদ্দীপনার মাধ্যমে পরিবেশকে অক্ষুন্ন রাখতে উপজেলায় সামাজিক সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩রা অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহরিয়ার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- ঠাকুরগাঁও জেলা প্রশাসক জনাব মাহবুবুর রহমান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঠাকুরগাঁও পুলিশ সুপার জনাব উত্তম প্রসাদ পাঠক।
এছাড়াও ঠাকুরগাঁও জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুণাংশু দত্ত টিটু, ঠাকুরগাঁও জেলার পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তপন ঘোষ, সাবেক সংসদ সদস্য সেলিনা জাহান লিটা, সাবেক সংসদ সদস্য ইয়াসিন আলী, জেলা পুলিশ পরিদর্শক আসাদুজ্জামান আসাদ, সহকারী পুলিশ সুপার রেজাউল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহম্মেদ, পৌর মেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, বীরমুক্তিযোদ্বা হবিবর রহমান, থানা অফিসার ইনচার্জ (ওসি) গুলফামুল ইসলাম মন্ডল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ছবি কান্ত দেব,সাধারণ সম্পাদক সাধন বসাক, উপজেলার আটটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ প্রতিটি মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন- রাণীশংকৈল উপজেলায় ৫৪ টি পূজা মন্ডবে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। এতে যেন কোন ধরণের অপরাধমূলক কাযক্রম না ঘটে সেদিকে খেয়াল রাখতে হবে। পূজার সময় ডিজে পার্টি চলবে না, একই দিনে সকল মূর্তি বিসর্জন দিতে হবে। নিরাপত্তার জন্য স্বেচ্ছাসেবক রাখতে হবে, সিসিটিভি ক্যামেরা রাখতে হবে। এ ধরণের নানা পরামর্শমূলক ও সমস্যা সমাধানের কথা জানান তারা। পূজার সময় উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি ও আইন শৃঙ্খলা বাহিনী সহযোগীতা করবে বলে আশ্বাস দেন তারা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন- রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক প্রশান্ত বসাক।