ইবিথানায় পুলিশের সাড়াশি অভিযানে ৮জন আটক

news paper

শাহনেওয়াজ আলী, ইবি থানা

প্রকাশিত: ২-১০-২০২৩ বিকাল ৬:২৪

81Views

ইবি থানায়  বিশেষ সাড়াশি অভিযানে ১৪ জনকে আটক করেছে পুলিশ।আটককৃতদের বিরুদ্ধে সমাজে পেশীশক্তি ব্যবহার করে বিশৃঙ্খলার অভিযোগ রয়েছে।গত শুক্র ও শনিবার এ অভিযানে আটককৃত আসামিরা হলো-(১)মোঃসামছুল আলম(৪০),পিতা-জোয়াদ আলী বিশ্বাস,সাং- শ্যামপুর, (২)সবুজ দাস(২৬),পিতা-সুকুমার কুমার দাস,সাং-দুর্বাচারা,(৩)মুন্সি একবার আলী(৬৩),পিতা-মৃত দুলু মুন্সি, সাং-শ্যামপুর,(৪)মাহমুদ আলী মোল্লা(৪২),পিতা-ইছার মোল্লা, সাং-বরইটুপি,(৫)গোলাম মোল্লা (৫৫),পিতা-মৃত ইউসুফ আলী মোল্লা,সাং-দুর্বাচারা,(৬)লিয়াকত মন্ডল (৪৫),পিতা-মৃত সাদ আলী মন্ডল, (৭)মেহেদী হাসান(১৫),পিতা-আঃ রশিদ মোল্লা, সাং-দুর্বাচারা,(৮)মোঃ নিকবার হোসেন (৫৬),পিতা-মৃত হাটান শেখ,সাং-বরইটুপি,সর্বথানা ইবি,জেলা-কুষ্টিয়া।আটককৃতদের নিকট থেকে নাশকতায় ব্যবহারিত বিভিন্ন অস্ত্র-শস্ত্র জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ৩ রাউন্ড গুলি,৪ রাউন্ড গুলির খোসা,৫টি ককটেল, ৪টি চাইনিজ কুড়াল, ১০টি রামদা,২০টি শড়কি,১০টি লাঠি, ১০টি ঢাল,থানা সূত্রে জানা গেছে,  আটককৃতদের নামে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে। 


আরও পড়ুন