ইউজিসির খন্ডকালীন সদস্য হলেন জবি উপাচার্য

news paper

জবি সংবাদদাতা

প্রকাশিত: ১-১০-২০২৩ বিকাল ৬:৬

107Views

 বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) খণ্ডকালীন সদস্য হিসেবে মনোনয়ন পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক। 
 
সোমবার (২৫ সেপ্টেম্বর) ইউজিসির এক  বিজ্ঞপ্তিতে আজ রোববার (০১ অক্টোবর) স্বাক্ষর করেছেন সচিব ড. ফেরদৌস জামান। বিজ্ঞপ্তিতে জবি উপাচার্য সহ আরো দুই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে খন্ডকালীন সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। 
 
নতুন মনোয়ন পাওয়া বাকি দুই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা হলেন- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম ও চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ডা. মো. ইসমাইল খান।
 
ইউজিসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৫ অক্টোবর থেকে পরবর্তী ২ বছরের জন্য আপনি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের খণ্ডকালীন সদস্য মনোনীত হয়েছেন। কমিশনের পক্ষ থেকে এজন্য আপনাকে সাদর অভিনন্দন জ্ঞাপন করছি।
 
প্রসঙ্গত, আগামী ৩ অক্টোবর এ তিন পদে মনোনীত তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মেয়াদ শেষ হচ্ছে। তারা হলেন- জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের উপাচার্য মেজর জেনারেল মো মাহবুব-উল আলম ও রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সেলিনা আখতার।

আরও পড়ুন