বাংলাদেশ বনাম ভারত মৈত্রী শারিরীক প্রতিবন্ধী ক্রিকেট সিরিজ-২০২৩ উপলক্ষে সংবাদ সম্মেলন
প্রকাশিত: ১-১০-২০২৩ বিকাল ৫:৫৮
বাংলাদেশ বনাম ভারত মৈত্রী শারীরিক প্রতিবন্ধী ক্রিকেট সিরিজ ২০২৩ আগামী ১৩ অক্টোবর থেকে শুরু হবে যা ১৮ অক্টোবর শেষ হবে।লালমনিরহাটের শেখ কামাল স্টেডিয়ামে শারীরিক প্রতিবন্ধীদের এই ক্রিকেট সিরিজে বোর্ড অব ডিজাবেল ক্রিকেট এ্যাসোসিয়েশন, হায়দারাবাদ, ভারত ও ইউনাইটেড রংপুর ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্রিকেট টিম অংশ গ্রহণ করবে। রোববার বিকেলে শেখ কামাল জেলা স্টেডিয়ামের হলরুমে সিরিজের আয়োজক ইউনাইটেড গোল্ডেন সিটিজেন ফাউন্ডেশন এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানিয়েছে। এসময় ফাউন্ডেশনের সভাপতি ও লালমনিরহাট পৌর মেয়র রেজাউল করিম স্বপন, সাধারণ সম্পাদক মুহিন রায়, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ ইসলাম, সাংগঠনিক সম্পাদক আশরাফ আলী খান মিঠু, প্রচার ও প্রকাশনা সম্পাদক পারভেজ চৌধুরী, কোষাধ্যক্ষ মাহবুবার রহমান প্রমূখ উপস্থিত ছিলেন। বাংলাদেশ বনাম ভারত মৈত্রী শারিরীক প্রতিবন্ধী এই ক্রিকেট সিরিজে ২টি একদিনের ও ৩টি টি-২০ আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে।