মুস্তাফিজের পর খালেদের ও দুই উইকেট
প্রকাশিত: ২৩-৯-২০২৩ দুপুর ৪:৭
২৬তম ওভারের শেষ বলে নাসুম আহমেদের ওভার পিচ বল লং অনে ঠেলে দিয়ে ফিফটি পেয়েছেন ব্লান্ডেল। পরের ওভারে একই মাইলফলকের সামনে ছিলেন নিকোলস। কিন্তু গত ম্যাচের মতোই এবারও ফিফটি না পাওয়ার আক্ষেপ নিয়ে ফিরলেন তিনি। খালেদ আহমেদের রাইজিং ডেলিভারীতে জায়গায় দাঁড়িয়ে খেলতে গিয়ে উইকেটের পেছনে ধরা পড়লেন। এর আগে তার ব্যাট থেকে এসেছে ৪৯ রান।