শালিখায় ২শ ৫০ গ্রাম গাঁজাসহ আটক ১
প্রকাশিত: ১৮-৯-২০২৩ বিকাল ৫:৫৭
মাগুরার শালিখায় ২ শ ৫০ গ্রাম (এক পোয়া) গাঁজাসহ সিয়াম মন্ডল (২৬) নামে এক যুবককে আটক করেছে শালিখা থানা পুলিশ। সিয়াম মন্ডল শালিখা উপজেলার তালখড়ি ইউনিয়নের কুশাখালী গ্রামের মহাসিন মন্ডলের ছেলে। গতকাল রবিবার গভীর রাতে শালিখা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেন এর নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে শালিখা থানা উপ-পুলিশ পরিদর্শক (এসআই) লিটন গাজীর নেতৃত্বে পুলিশের একটি চৌকশ টিম নিজ বাড়ি থেকে তাকে আটক করেন। তথ্যটি নিশ্চিত করে শালিখা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবতায়নের লক্ষ্যে শালিখা উপজেলাকে মাদক মুক্ত করতে মাগুরা জেলা পুশিল সুপার মশিউদ্দৌলার রেজা পিপিএম(বার) এর দিকনির্দেশনায় আমাদের অভিযান চলছে তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ২ শ ৫০ গ্রাম গাঁজাসহ সিয়াম মন্ডল নামে এক মাদক কারবারি আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক কোর্টে সোপর্দ করা হয়েছে।