কুবিতে পরিচ্ছন্নতা কর্মসূচি পালন
প্রকাশিত: ১২-৯-২০২৩ বিকাল ৫:১১
পরিচ্ছন্ন পরিবেশ পরিচ্ছন্ন মন, গড়বো মোরা সবুজ ভুবন' প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের এস্টেট শাখার আয়োজনে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি-২০২৩ পালন করা হয়েছে। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন এই কর্মসূচির উদ্বোধন করেন।
প্রথমে একটি র্যালির মাধ্যমে এই কর্মসূচি শুরু হয়। র্যালিটি প্রশাসনিক ভবন থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে বিজ্ঞান ভবনের সামনে গিয়ে শেষ হয়। এরপর উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় পরিষ্কার অভিযান শুরু হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, 'এরকম একটি কাজে সম্পৃক্ত হতে পেরে আমার খুব ভালো লাগছে। শিক্ষার্থীদের আমি বলতে চাই, তোমরা শুধু আজকের জন্য না, সবসময়ের জন্য তোমাদের ক্যাম্পাসকে পরিষ্কার রাখবে। আমি শুধু বিশ্ববিদ্যালয়ই নয়, আমি চাই শিক্ষার্থীদের মনও পরিস্কার হোক, যাতে করে তারা বিশ্বের দরবারে কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে ইতিবাচকভাবে উপস্থাপন করতে পারে।'
এই কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান, প্রক্টর কাজী ওমর সিদ্দিকীসহ অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।