ঢাকা বুধবার, ৪ অক্টোবর, ২০২৩

বাংলাদেশী শাহরুখ ভক্তরা ফার্স্ট ডে ফার্স্ট শো দেখার জন্য থিয়েটার বুক করলো


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৬-৯-২০২৩ দুপুর ৩:২১

শাহরুখ খানের নতুন সিনেমা 'জাওয়ান' মুক্তি উপলক্ষে পৃথিবী জুড়ে নানা আয়োজন চলছে।  সিনেমা মুক্তির দিন যতই ঘনিয়ে আসছে ততই যেন শাহরুখ ভক্তদের উন্মাদনা বেড়েই চলছে। এই উন্মাদনা থেকে বাদ যায়নি বাংলাদেশী শাহরুখ ভক্তরাও।  
'

জাওয়ান' সিনেমার মধ্য দিয়ে প্রথমবারের মতো ভারতের কোনো সিনেমা একই দিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। এই খবরটি শাহরুখ ফ্যানদের মধ্যে উত্তেজনা তৈরি করেছে। এই প্রথম বাংলাদেশী শাহরুখ ভক্তরা ফার্স্ট ডে ফার্স্ট শো দেখার জন্য গোটা একটি থিয়েটার বুক করলো। ব্যক্তিক্রম এই উদ্যোগটি নিয়েছে শাহরুখ খানের বাংলাদেশী ফ্যানক্লাব 'ট্রু এসআরকিয়ান্স বিডি’।

ফ্যানক্লাবটির এডমিন এবং এই বিশেষ শো’র অন্যতম আয়োজক মেহেদী হাসান জানান, রাজধানীর যমুনা ফিউচার পার্কের একটি হল তারা ভাড়া করেছেন। সেখানেই মুক্তির প্রথম দিন ‘জাওয়ান’র প্রথম শো দেখাবেন।

সিনেমা দেখনোর পাশাপাশি  টি-শার্ট, কেক কাটা, ব্যানার সহ নানা আয়োজনের প্রস্তুতি নিয়েছে শাহরুখের এই ফ্যানক্লাবটি।

Sunny / Sunny