ঢাকা মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩

চোখে অস্ত্রোপচারের পর কেমন আছেন নুসরাত ফারিয়া


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৬-৮-২০২৩ দুপুর ১:১২

গত ১৩ আগস্ট সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়ার চোখে অস্ত্রোপচার করা হয়। দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছিলেন তিনি। অবশেষে চিকিৎসকের শরণাপন্ন হয়ে অপারেশন টেবিলে যেতে হয় তাকে। এখন অবশ্য অনেকটাই সুস্থ আছেন এই অভিনেত্রী।

ভারতীয় একটি সংবাদমাধ্যমকে ফারিয়া বলেন, ‘অনেক দিন ধরেই আমার ডান চোখে একটা সংক্রমণ হয়েছিল। সেটা নিয়েই কাজ করছিলাম। কিন্তু গত এক সপ্তাহ ধরে ব্যথা এতটাই বেড়ে যায় যে, অপারেশন করাতে হয়।’

অপারেশন টেবিলে সময় লেগেছিল প্রায় দেড় ঘণ্টা। চিকিৎসকের পরামর্শে হাসপাতাল থেকে ছুটি পেয়ে এখন বাসাতেই বিশ্রামে রয়েছেন বলে জানালেন অভিনেত্রী। তার কথায়, ‘যত দিন না চোখ ঠিক হবে, ডাক্তাররা বলেছেন মেকআপ করতে পারব না। আশা করছি দ্রুত সুস্থ হয়ে কাজে ফিরতে পারব।’

দুই বাংলায় সমানতালে কাজ চালিয়ে যাচ্ছেন নুসরাত ফারিয়া। কিছুদিন আগে মুক্তি পেয়েছে ফারিয়া অভিনীত ‘পাতালঘর’ ছবিটি। এছাড়া টলিউডের ‘আবার বিবাহ অভিযান’ সিনেমায় দেখা গেছে তাকে। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত রাজ চক্রবর্তীর ‘আবার প্রলয়’ ওয়েব সিরিজের ‘মেনুকা’ গানে কোমর দুলিয়েছেন এই অভিনেত্রী।

এমএসএম / এমএসএম