ঘোড়াঘাটে শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্মদিন পালিত

news paper

ঘোড়াঘাট প্রতিনিধি

প্রকাশিত: ৮-৮-২০২৩ দুপুর ২:৪৭

27Views

দিনাজপুরের ঘোড়াঘাটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
 
মঙ্গলবার ( ৮ আগস্ট) সকালে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে শেখ ফজিলাতুন্নেছা মুজিবের অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 
অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সাত্তার সরকার, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ, ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এসএম মনিরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুর রহমান, উপজেলা প্রকৌশলী সফিকুল ইসলাম, ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ নিরঞ্জন সরকার সহ অনেকে উপস্থিত ছিলেন।
 
আলোচনা শেষে উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের উদ্যোগে ৬ জন নারীকে একটি করে সেলাই মেশিন প্রদান করা হয়।

আরও পড়ুন