জাপান থেকে এলো আরো ৬ লাখ ১৬ হাজার টিকা

news paper

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩-৮-২০২১ বিকাল ৫:৫৩

1Views

জাপান থেকে করোনার ৬ লাখ ১৬ হাজার ৭৮০ টিকা নিয়ে একটি ফ্লাইট ক্যাথে প্যাসিফিক এয়ারলাইন্সের একটি বিমানে ঢাকায় পৌঁছেছে। মঙ্গলবার (৩ ‍আগস্ট) বিকেল সোয়া ৩টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। এ নিয়ে তিন দফায় জাপান থেকে টিকা আসে। টিকাগুলো রাজধানীর মহাখালীর ইপিআই সেন্টারে পাঠানো হয়েছে।

শাহজালাল বিমানবন্দরে কর্মরত স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. শাহরিয়ার সাজ্জাদ বলেন, টিকা গ্রহণের সময় বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব পদমর্যাদার কর্মকর্তা উপস্থিত ছিলেন।


আরও পড়ুন