বন্দর আমিনে নানা অপকর্মের হোতা প্রতারণার মামলায় গ্রেপ্তার রানা

news paper

সোহাগ মিয়া, বন্দর (নারায়ণগঞ্জ)

প্রকাশিত: ৮-৬-২০২৩ রাত ১০:২১

36Views

নারায়ণগঞ্জ বন্দর আমিন আবাসিক এলাকায় মাদক সেবনকারী প্রতারণার মামলার আসামি রানা বিরুদ্ধে অভিযোগ পাহাড়। তিনি আমিন এলাকায় মাদক সেবনকারী হিসেবে ব্যাপক পরিচিত রয়েছে বলে জানান স্থানীয়রা।

স্থানীয়রা বলছে, বন্দর আমিন আবাসিক এলাকার মহল্লার প্রতিটি অলি-গলিতে চলছে মাদক সেবন এবং সেবনকারীরা জড়িয়ে পরছে নানা অপকর্মের ও অপরাধের সাথে। মাদক সেবনের কারণে ধংশের পথে বর্তমান যুবসমাজ। 

এর আগে গত মঙ্গলবার রাতে মাদক সেবনকারী মুকুল হোসেন ওরফে রানাকে প্রতারণার মামলায় আমিন আবাসিক এলাকা হতে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে বন্দর থানার এসআই আব্দুল বারেক হাওলাদার ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে আমিন আবাসিক এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে মাদক সেবনকারী রানাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে প্রতারণার মামলা রয়েছে, দীর্ঘদিন পালিয়ে থাকার পর তাকে আমিন আবাসিক এলাকায় হতে গ্রেপ্তার করা হয়। বুধবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।


আরও পড়ুন